ব্যাংকে পর্যাপ্ত টাকা রয়েছে, লুটে খাওয়ার টাকা নেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “অনেকেই বলেন ব্যাংক খাতে টাকা নেই। ব্যাংকে টাকা থাকবে না কেন? অবশ্যই টাকা আছে।” আজ সোমবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে আজ বক্তব্য দেন সংসদ নেতা। অর্থ পাচার, ঋণ খেলাপি ও কালো টাকার ওপর লাগাম টানতে না পারার অভিযোগ তুলে গতকাল রোববার সংসদে সরকারের সমালোচনায় সরব হয়েছিল বিরোধী দলের সাংসদরা। ব্যাংকিং খাতে রুগ্ন দশা নিয়েও বক্তব্য এসেছিল বিরোধী পক্ষ থেকে। এর প্রেক্ষিতে আজ সংসদে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এটাও বলেন যে, “ব্যাংকে লুটে খাওয়ার টাকা নেই।”
অধিবেশনে শেখ হাসিনা বলেন, “যারা টাকা লুট করে নিয়ে গেছে, তাদের আমরা চিনি। সময় এলে এ বিষয়ে আরও আলোচনা করব। অনেকে দুর্নীতির দায়ে আটকা পড়েছে।”
Comments