আরও একটি সাকিবময় জয়

shakib al hasan and liton das
ছবি: রয়টার্স

কী দুর্দান্ত ফর্মেই না আছেন সাকিব আল হাসান! টন্টনে সোমবার (১৭ জুন) বিশ্বকাপে বাংলাদেশের পঞ্চম ম্যাচে হার না মানা এক সেঞ্চুরি করেছেন তিনি, সেই সঙ্গে দলকে দিয়েছেন সেমিফাইনালে খেলার আশা। বিশ্বসেরা অলরাউন্ডারের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ পেয়েছে দাপুটে জয়। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা লিটন কুমার দাস। তাতে বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ।

টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ে নেমে মাঝপথে সাড়ে তিনশো ছাড়িয়ে যাওয়ার ভয়ও দেখায় ক্যারিবিয়ানরা। তবে শেষভাগে মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন উইকেটের নেশায় মাতলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২১ রান তোলে দলটি। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে হাতে ৫১ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে লাল-সবুজের প্রতিনিধিরা।

লক্ষ্য তাড়ায় দলকে ভালো শুরু এনে দিয়ে ফেরেন ওপেনার সৌম্য সরকার। তিনি ২৩ বলে করেন ২৯ রান। এরপর দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়ে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন ওপেনার তামিম ইকবাল। শেলডন কটরেল নিজের বলে নিজেই দুর্দান্ত থ্রোয়ে বাঁহাতি ওপেনারকে ফেরান। আগের তিন ম্যাচের হতাশা কাটিয়ে এদিন বড় ইনিংস খেলার প্রত্যয় ছিল তামিমের ব্যাটে। আউট হওয়ার আগে খেলেন ৫৩ বলে ৪৮ রানের ঝকঝকে ইনিংস।

এর মাঝে সাকিবও চেনা ছন্দে ব্যাটিং করেন। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে বাড়তি গতিতে রান যোগ হতে থাকে বাংলাদেশের সংগ্রহে। আর তাতে ইনিংসের শুরু থেকেই চাপ হয়ে যায় আলগা। তবে মুশফিকুর রহীম ব্যক্তিগত ১ রান করে বিদায় নিলে দুশ্চিন্তা উঁকিঝুঁকি মারতে আরম্ভ করে।

দলীয় ১৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া সেই বাংলাদেশকে জয়ের পথ দেখান সাকিব। লিটনকে সঙ্গে নিয়ে যোগ করেন অবিচ্ছিন্ন ১৮৯ রান। যা বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটি। যার কল্যাণে হেসেখেলে জিতেছে বাংলাদেশ। বিশ্ব মঞ্চে টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে সাকিব অপরাজিত থাকেন ৯৯ বলে ১২৪ রানে আর লিটনের ব্যাট থেকে আসে ৬৯ বলে ৯৪ রান।

সবমিলিয়ে ৪ ইনিংসে ২টি করে সেঞ্চুরি আর হাফসেঞ্চুরিতে ৩৮৪ রান নিয়ে সাকিব উঠে গেছেন চলতি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার চূড়ায়। ম্যাচসেরা ইনিংস খেলার পথে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ছয় হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। বল হাতেও নিয়েছেন ৫৪ রানে ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

উইন্ডিজ: ৫০ ওভারে ৩২১/৮ (গেইল ০, লুইস ৭০, হোপ ৯৬, পুরান ২৫, হেটমায়ার ৫০, রাসেল ০, হোল্ডার ৩৩, ব্রাভো ১৯, থমাস ৬*; মাশরাফি ০/৩৭, সাইফউদ্দিন ৩/৭২, মোস্তাফিজ ৩/৫৯, মিরাজ ০/৫৭, মোসাদ্দেক ০/৩৬, সাকিব ২/৫৪)।

বাংলাদেশ: ৪১.৩ ওভারে ৩২২/৩ (তামিম ৪৮, সৌম্য ২৯, সাকিব ১২৪*, মুশফিক ১, লিটন ৯৪*; কটরেল ০/৬৫, হোল্ডার ০/৬২, রাসেল ১/৪২, গ্যাব্রিয়েল ০/৭৮, থমাস ১/৫২, গেইল ০/২২)।

ফলাফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: সাকিব আল হাসান (বাংলাদেশ)।

Comments

The Daily Star  | English

Govt at it again, plans to promote retirees

"A list of around 400 retired officials is currently under review though it remains unclear how many of them will eventually be promoted"

10h ago