আবারও মোদির প্রস্তাব প্রত্যাখ্যান মমতার

modi and mamata
নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ভারতের সব রাজনৈতিক দলের সভাপতিদের নিয়ে ডাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে যাচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়েছে এনডিটিভি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে আলোচনার জন্য আজ (১৯ জুন) বৈঠক ডেকেছেন। সেই বৈঠকেই যোগদানের জন্য দলের সভাপতিদের আমন্ত্রণ জানানো হয়। তৃণমূলসহ কয়েকটি বিরোধী দল সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশিকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, “এক দেশ, এক নির্বাচনের মতো একটি স্পর্শকাতর ও গুরুতর বিষয় নিয়ে এতো কম সময়ে আলোচনা হতে পারে না। বিষয়টি নিয়ে সংবিধান ও নির্বাচন বিশেষজ্ঞসহ সব দলের সদস্যদের সঙ্গে আলোচনা প্রয়োজন।”

এর আগে, নীতি আয়োগসহ মোদির অন্যান্য আমন্ত্রণেও সারা দেননি মমতা।

Comments

The Daily Star  | English

25 arrested so far in connection with Gopalganj violence: home adviser

"The agencies had information, but not about the extent of the violence"

18m ago