ব্যাটিংয়ে শীর্ষে সাকিব, বোলিংয়ে সেরা দশে সাইফউদ্দিন-মোস্তাফিজ

এবারের বিশ্বকাপে সবমিলিয়ে অনুষ্ঠিত হবে ৪৮টি ম্যাচ। লিগ পর্বেই খেলা মাঠে গড়াবে ৪৫টি। এরই মধ্যে ২৪টি ম্যাচ হয়েও গেছে। অর্থাৎ, বিশ্বকাপের অর্ধেক শেষ। আসরের মাঝপথে ব্যাট-বলের পরিসংখ্যান বলছে, দুই ক্ষেত্রেই বাংলাদেশের জয়জয়কার। রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। আর সেরা দশ বোলারের তালিকায় আছেন দুই টাইগার ক্রিকেটার- মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
shakib saifuddin mustafiz
ফাইল ছবি

এবারের বিশ্বকাপে সবমিলিয়ে অনুষ্ঠিত হবে ৪৮টি ম্যাচ। লিগ পর্বেই খেলা মাঠে গড়াবে ৪৫টি। এরই মধ্যে ২৪টি ম্যাচ হয়েও গেছে। অর্থাৎ, বিশ্বকাপের অর্ধেক শেষ। আসরের মাঝপথে ব্যাট-বলের পরিসংখ্যান বলছে, দুই ক্ষেত্রেই বাংলাদেশের জয়জয়কার। রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। আর সেরা দশ বোলারের তালিকায় আছেন দুই টাইগার ক্রিকেটার- মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

এখন পর্যন্ত ৪ ইনিংসে ব্যাট করে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিবের সংগ্রহ ৩৮৪ রান। হাঁকিয়েছেন দুটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি। শেষ দুটি ম্যাচে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা সেঞ্চুরি হাঁকানোয় এখন তার সামনে হ্যাটট্রিকের সুযোগ।

সাইফউদ্দিন ও মোস্তাফিজ দুজনেই নিজেদের প্রথম বিশ্বকাপে খেলছেন। পেস অলরাউন্ডার সাইফউদ্দিন ধারাবাহিকভাবে উইকেট শিকার করছেন। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় যৌথভাবে পঞ্চম স্থানে আছেন তিনি। কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজ সমান ম্যাচে ৭ উইকেট নিয়ে যৌথভাবে নয় নম্বরে।

সেরা ব্যাটসম্যান:

নাম

দল

ম্যাচ

রান

গড়

১. সাকিব আল হাসান

বাংলাদেশ

৩৮৪

১২৮.০০

২. জো রুট

ইংল্যান্ড

৩৬৭

৯১.৭৫

৩. অ্যারন ফিঞ্চ

অস্ট্রেলিয়া

৩৪৩

৬৮.৬০

৪. রোহিত শর্মা

ভারত

৩১৯

১৫৯.৫০

৫. ডেভিড ওয়ার্নার

অস্ট্রেলিয়া

২৮১

৭০.২৫

৬. ইয়ন মরগান

ইংল্যান্ড

২৪৯

৬২.২৫

৭. স্টিভেন স্মিথ

অস্ট্রেলিয়া

২৪৩

৪৮.৬০

৮. জনি বেয়ারস্টো

ইংল্যান্ড

২১৮

৪৩.৬০

৯. জেসন রয়

ইংল্যান্ড

২১৫

৭১.৬৬

১০. জস বাটলার

ইংল্যান্ড

১৮৭

৪৬.৭৫

 

সেরা বোলার:

নাম

দল

ম্যাচ

উইকেট

গড়

১. মোহাম্মদ আমির

পাকিস্তান

১৩

১৩.০৭

১. মিচেল স্টার্ক

অস্ট্রেলিয়া

১৩

১৯.১৫

৩. জোফরা আর্চার

ইংল্যান্ড

১২

১৮.০৮

৪. প্যাট কামিন্স

অস্ট্রেলিয়া

১১

১৮.৮১

৫. মার্ক উড

ইংল্যান্ড

১৮.১১

৫. মোহাম্মদ সাইফউদ্দিন

বাংলাদেশ

২৭.৫৫

৭. লোকি ফার্গুসন

নিউজিল্যান্ড

১২.৩৭

৭. ইমরান তাহির

দক্ষিণ আফ্রিকা

২৫.৬২

৯. ম্যাট হেনরি

নিউজিল্যান্ড

১৮.০০

৯. ওশানে থমাস

ওয়েস্ট ইন্ডিজ

২৬.৫৭

৯. মোস্তাফিজুর রহমান

বাংলাদেশ

৩৫.৫৭

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

1h ago