অবৈধ যানবাহন অপসারণ ও ফুটপাত মুক্ত করতে কমিটি
আগামী দুই মাসের মধ্যে রাজধানী থেকে অবৈধ যানবাহন অপসারণ ও ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা দক্ষিণ সিটি করেপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে একটি বিশেষায়িত কমিটি গঠন করা হয়েছে।
ঢাকার যানজট নিরসনে এই কমিটি করা হয়েছে বলে আজ (১৯ জুন) দুপুরে এক বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কাদের জানান, কমিটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র, পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রতিনিধিদের রাখা হয়েছে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ১২তম বোর্ড সভায় এই কমিটি গঠন করা হয় জানিয়ে কাদের বলেন, “ঢাকার সড়কগুলো থেকে ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশা চিহ্নিত করে অপসারণের কাজ করবে কমিটি।”
Comments