বাংলাদেশের বিপক্ষে ফিরতে পারেন স্টয়নিস

ভারতের বিপক্ষে ম্যাচে সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার মার্কাস অলরাউন্ডার। শঙ্কা ছিল বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ার। তার ব্যাকআপ হিসেবে মিচেল মার্শকেও উড়িয়ে এনেছিল দলটি। তবে আশার খবর চোট অনেকটাই কাটিয়ে উঠেছেন এ অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষেই ফেরার সম্ভাবনা রয়েছে তার।
ছবি: রয়টার্স

ভারতের বিপক্ষে ম্যাচে সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার মার্কাস অলরাউন্ডার। শঙ্কা ছিল বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ার। তার ব্যাকআপ হিসেবে মিচেল মার্শকেও উড়িয়ে এনেছিল দলটি। তবে আশার খবর চোট অনেকটাই কাটিয়ে উঠেছেন এ অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষেই ফেরার সম্ভাবনা রয়েছে তার।

পাকিস্তানের বিপক্ষে জয়ের দিন এবং শ্রীলঙ্কার বিপক্ষে ভেসে যাওয়া ম্যাচে ছিলেন না স্টয়নিস। তবে নেটে অনুশীলনে ফিরেছেন তিনি। আর এ কারণে অস্ট্রেলিয়া এ দলের হয়ে খেলতে ফিরে গেছেন মার্শ। তবে বাংলাদেশের বিপক্ষে ফিরছেন তার শতভাগ নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। তবে কিছুটা হলেও ফিরের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার।

'নিজেকে ফিট করতে সে সম্ভাব্য সবকিছুই করছে। সে কোন কিছুর জন্য এ সুযোগ ছাড়তে চায় না। সে দৃঢ় প্রতিজ্ঞ। তাই এখন সে যে অবস্থানে আছে এটা আমাকে বিস্মিত করেনি। সব কৃতিত্বই তার। তবে মেডিকেল স্টাফদেরও কৃতিত্ব আছে। আশা করি সে টুর্নামেন্টে সত্যিকারের প্রভাব রাখবে।' - স্টয়নিসকে নিয়ে এমনটাই বললেন অসি কোচ।

স্টয়নিসের ফেরা নিয়ে শঙ্কা থাকলেও নাথান কোল্টার-নাইল সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন ল্যাঙ্গার। পিঠের ব্যথার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রামে রাখা হলেও বাংলাদেশের বিপক্ষেই ফিরছেন বলেও জানান তিনি, 'সে (সাত দিনে) তিনটি ম্যাচ খেলেছে এবং আমার মনে হয়না সে এমনটা অনেক দিন করেছে। সে ফিট আছে। অবশ্যই সে পরের ম্যাচে খেলছে।'

চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত দারুণ খেলছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষে আছে দলটি। যদিও রান রেট বিবেচনায় ইংলিশদের পরই তাদের অবস্থান। আগামীকাল বৃহস্পতিবার ট্রেন্টব্রিজে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।

 

Comments