নিরবের এই বদলে যাওয়া কার জন্য?
নিরবের এই বদলে যাওয়া কার জন্য? কী কারণে? সেই বদলে যাওয়াটা দেখা যাবে ‘আব্বাস’নামের একটি ছবির চরিত্রে। ছবিটির চরিত্রে অন্য এক নিরবকে দেখতে পাবেন দর্শকরা।
এমনটাই দ্য ডেইলি স্টার অনলাইনকে বলছিলেন আব্বাস ছবির নায়ক নিরব। ছবিটি বিনাকর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।
‘আব্বাস’ ছবিতে তার বিপরীতে রয়েছেন সোহানা সাবা। একসঙ্গে এটি তাদের প্রথম সিনেমা। এটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। এর আগে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ নামে একটি ছবি পরিচালনা করেছিলেন তিনি।
গত বছর শুটিং শুরু হওয়া ছবিটি আগামী কিছুদিনের মধ্যে মুক্তি পাবে। পুরান ঢাকায় বেড়ে উঠা একটা ছেলের সংগ্রামকে উপজীব্য করে গড়ে উঠেছে এ ছবির কাহিনী।
ছবির পরিচালক সাইফ চন্দন জানিয়েছেন, একেবারে মৌলিক গল্প নিয়ে ‘আব্বাস’ বানিয়েছি। সময় নিয়ে একেবারে ধীরে ধীরে মনের মত করে গল্পটি ফুটিয়ে তুলেছি।
ছবিতে আরও অভিনয় করেছেন অ্যালেকজান্ডার বো, ডন, ইলোরা গওহর, সমাপ্তি মাসুক, জয় রাজ শিমুল খান প্রমুখ।
Comments