১১ মাস পরই স্পেনের দায়িত্ব ছাড়লেন এনরিকে

ছবি: রয়টার্স

রাশিয়া বিশ্বকাপে স্পস্নের বাজে ফলাফলের পর দায়িত্ব নিয়েছিলেন লুইস এনরিকে। কিন্তু দায়িত্ব নেওয়ার ১১ মাসের মাথায় ব্যক্তিগত কারণে সে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বার্সেলোনাকে ট্রেবল জেতানো এ কোচ। তার জায়গায় সহকারী কোচ রবার্ট মোরেনোকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে।

পারিবারিক একটি জরুরী সমস্যার কারণে নিজের জায়গা থেকে সরে দাঁড়ালেন এনরিকে। অবশ্য দায়িত্ব নেওয়ার পর থেকে ডাগআউটে খুব একটা নিয়মিত ছিলেন না তিনি। এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন প্রধান লুইস রুবিয়ালেয়াস, 'এটা লুইস এনরিকের ব্যক্তিগত নিজের সিদ্ধান্ত, যেটাতে আমরা কৃতজ্ঞ। আমরা তাকে ঠিক অর্থ দিতাম। কিন্তু এটা তার ব্যক্তিগত সমস্যা যেটা আমাদের উপর নির্ভর করে না। আমার মনে হয় এটাই ভালো হয়েছে।'

'লুইসের পেশাদারিত্ব দুর্দান্ত। পারবারিক সমস্যার কারণে সে নিজের সর্বোচ্চটা দিতে পারেনি। ফুটবলের চেয়েও পরিবার অনেক গুরুত্বপূর্ণ। আমরা তার এই সিদ্ধান্ত এবং তার পেশাদারিত্বকে সম্মান জানাই। গত বছরখানেক তার অধীনে দারুণ কিছু জয়ও পেয়েছি আমরা। সেজন্য আমরা কৃতজ্ঞ। দলটি এখন পরিচালনা করবেন রবার্ট (মোরিনো) এবং তার গ্রুপ, যারা এনরিকের সঙ্গেই যোগ দিয়েছিলেন।' - যোগ করে আরও বলেন রুবিয়ালেয়াস।

গত জুলাইয়ে দায়িত্ব নেওয়ার ইউয়েফা নেশনস লিগ ছিল এনরিকের প্রথম চ্যালেঞ্জ। শুরুটা ভালো হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে অভিষেক। কিন্তু শেষ পর্যন্ত দলকে সেমি-ফাইনালে তুলতে ব্যর্থ হন তিনি। ইউরো ২০২০ এর বাছাই পর্বে মাল্টা, ফারও আইল্যান্ড এবং সুইডেনের বিপক্ষে অনুপস্থিত ছিলেন। তার জায়গায় ডাগআউটে দাঁড়িয়ে ২-০ গোলে মাল্টার বিপক্ষে জয়ে শুরু করে তিনটি ম্যাচই জিতেছেন মোরিনো।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

10m ago