হাইড্রোজেন জ্বালানি গবেষণায় সৌদি-কোরিয়া
বিশ্বের সর্ববৃহৎ তেল কোম্পানি সৌদি আরবের আরামকো এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন জ্বালানি নিয়ে গবেষণায় নামতে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই মোটরসের সঙ্গে এ নিয়ে শিগগিরই চুক্তি করবে তারা। ফলে স্বাভাবিকভাবেই কৌতূহলী মনে প্রশ্ন জাগছে, তবে কি তেলের দিন ফুরিয়ে আসার আভাস পেয়েই নতুন জ্বালানির সন্ধানে নামছে খোদ সৌদি আরব?
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা গতকাল (১৯ জুন) দ্য কোরিয়ান হেরাল্ডকে বলেন, আগামী সপ্তাহের মাঝামাঝিতে হাইড্রোজেন জ্বালানির ব্যবসা নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে এই দুই দৈত্যাকার কোম্পানির মধ্যে। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজে উপস্থিত থাকবেন।
মোহাম্মদ বিন সালমান আগামী ২৬ তারিখ সিউল সফরে যাবেন। দুই দিনের সফরে তিনি হুন্দাই মোটর গ্রুপের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান চুং ইউ-সান ও স্যামসাং ইলেক্ট্রনিক্সের ভাইস চেয়ারম্যান লি জায়ে-ইয়ং এর সঙ্গে বৈঠক করবেন। এর এক ফাঁকেই হাইড্রোজেন জ্বালানি নিয়ে গবেষণা এগিয়ে নিতে আরামকো ও হুন্দাই মোটরসের মধ্যে চুক্তি হবে।
কোরিয়ান হেরাল্ডের প্রতিবেদনটিতে বলা হয়, ভবিষ্যতের জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবসার দিকে ঝুঁকছে আরামকো। গত ১৭ জুন সৌদি আরবে একটি হাইড্রোজেন ফুয়েলিং স্টেশন চালু করেছে তারা।
লক্ষ্য করার মতো ঘটনা হলো, যে জায়গায় এই হাইড্রোজেন ফুয়েলিং স্টেশন চালু করা হলো সেই ধাহরান টেকনো ভ্যালি সৌদির আরবের তেলসমৃদ্ধ অঞ্চলের ঠিক কেন্দ্রে অবস্থিত।
Comments