নির্বাচনী ব্যবস্থায় মানুষের আস্থা নেই: মেনন

rashed khan menon
সংসদ সদস্য রাশেদ খান মেনন। ছবি: ফাইল ফটো

নির্বাচনের মর্যাদা ফিরিয়ে আনার ওপর জোর দিয়ে ক্ষমতাসীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গতকাল (১৯ জুন) বলেছেন, নির্বাচন এবং পুরো নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা নেই।

তিনি বলেন, “নির্বাচনে জনগণ ভোট দেওয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। এটি শুধু নির্বাচনের জন্যই বিপজ্জনক নয়, দেশের জন্যও বিপজ্জনক।”

সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মেনন এ কথা বলেন।

তিনি বলেন, যদি রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অংশ নির্বাচনে নিয়ন্ত্রণ আরোপ করে তাহলে রাজনৈতিক দল শুধু নির্বাচন নয়, রাষ্ট্র পরিচালনায়ও প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে। “এটি সবার জন্য প্রযোজ্য এবং আওয়ামী লীগের জন্যও,” যোগ করেন ক্ষমতাসীন জোটের অন্যতম শরীক দলের সংসদ সদস্য মেনন।

Comments

The Daily Star  | English

New Hampshire hamlet tied in first US Election day votes

Kamala Harris and Donald Trump each got three ballots in the tiny community in the northeastern state of New Hampshire

24m ago