‘ঢাকা ২০৪০’ ছবির জন্য নিজেকে খোঁজা
অনেকদিন থেকে নিজেকে নতুনভাবে খোঁজার চেষ্টা করছিলেন বাপ্পী। সেই খোঁজাটা ঠিকমতো হয়ে উঠছিলো না। এবার হয়তো নিজেকে নতুনভাবে দেখাতে পাবেন তিনি।
গত কয়েকমাস ধরে বাপ্পী নিজেকে প্রস্তুত করেছেন এই ছবিটির জন্য। বেশ কয়েকটি ছবির কাজও হাতছাড়া করেছেন এর কারণে। সেই ছবিটির নাম ‘ঢাকা ২০৪০’। এর পরিচালক ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত পরিচালক দীপঙ্কর দীপন।
নতুন চলচ্চিত্রটিতে বাপ্পী ছাড়া আরো থাকছেন নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়া।
পরিচালক ছবিটিকে বলতে চাইছেন ফিউচারিস্টিক সোশ্যাল ড্রামা। ছবিটির গল্প হাবিব রহমান ও দীপঙ্কর দীপন দুজনে মিলে রচনা করেছেন।
স্টুডিও এইটের ব্যানারে নির্মিতব্য ‘ঢাকা ২০৪০’ ছবির মহরত আজ (২০ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।
বাপ্পী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই ছবিটি আমার জন্য নতুন একটি চ্যালেঞ্জ। বেশ কয়েকটি ছবির প্রস্তাব হাতছাড়া করেছি এই ছবিটির জন্য। একটু একটু করে নিজেকে প্রস্তুত করছি ছবির চরিত্রের জন্য। আশা করি একটা ভালো কিছু হবে।”
Comments