২ মাসের মধ্যে রাজীবের পরিবারকে ৫০ লাখ টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

রাজধানীতে গত বছর দুটি বাসের রেষারেষিতে হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারানো রাজীব হোসেনের পরিবারকে আগামী ২ মাসের মধ্যে ৫০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
Rajib Hossain
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী রাজীব হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীতে গত বছর দুটি বাসের রেষারেষিতে হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারানো রাজীব হোসেনের পরিবারকে আগামী ২ মাসের মধ্যে ৫০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এবং স্বজন পরিবহনের মালিকদের ২৫ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকা আগামী ২ মাসের মধ্যে রাজীবের পরিবারকে দেওয়ার কথা নির্দেশটিতে বলা হয়।

বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম বেঞ্চ আজ (২০ জুন) এই আদেশ দেন।

গত বছরের ৩ এপ্রিল রাজধানীতে দুটি বাসের রেষারেষিতে সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীব তার হাত হারায়। এরপর ১৭ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত বছরের ৮ মে পরিবহন সংস্থা দুটিকে রাজীবের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। উচ্চ আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে দুটি পৃথক আবেদন করে পরিবহন সংস্থা দুটি।

এরপর সে বছরের ২২ মে উচ্চ আদালতের সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়ে রাজীবের ক্ষতিপূরণ নির্ধারণ করতে একটি স্বাধীন কমিটি গঠন করতে বলেন সুপ্রিমকোর্ট।

কমিটির প্রধান ও বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, বেপরোয়াভাবে গাড়ি চালানোই “সড়ক দুর্ঘটনার মূল কারণ”। রাজীবের দুর্ঘটনার জন্যে তিনি স্বজন পরিবহনকে দায়ী করেন।

Comments

The Daily Star  | English

Yunus seeks US support to rebuild Bangladesh, implement reforms

Tells US delegation that Bangladesh is in a significant moment in its history

1h ago