চাঁপাইনবাবগঞ্জে ‘বিএসএফ এর গুলিতে’ নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্ত এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা বলেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম মানারুল ইসলাম। তিনি উপজেলার তারাপুর এলাকার নুহ মুন্নার ছেলে।
স্থানীয়রা জানান, চোরাকারবারের জন্য রাত ৩টার দিকে শ্রীনগর সীমান্ত দিয়ে কয়েকজনের সঙ্গে মানারুল ভারতে যাচ্ছিল। এসময় বিএসএফ সদস্যদের গুলিতে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। তার সহযোগীরা পরে তারাপুর গ্রামে লাশ নিয়ে আসে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান বলেন, খবর পেয়ে তারা গ্রামে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছেন। গুলি মনারুলের বুকে লেগেছিল।
নিহত ব্যক্তি চোরাকারবারি হিসেবে পরিচিত ছিল জানিয়ে বিজিবি ৫৩ ব্যাটালিয়নের লে. ক. সাজ্জাদ সারোয়ার বলেন, সে বিএসএফ-এর গুলিতে নাকি অন্য কোনো ভাবে নিহত হয়েছেন তা পরিষ্কার নয়। আমরা তদন্ত করে দেখছি।
Comments