চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ভাই নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে দিনেদুপুরে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই ভাই নিহত হয়েছেন।
gunfight
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের বাঁশখালীতে দিনেদুপুরে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই ভাই নিহত হয়েছেন।

আজ (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে র‌্যাব।

নিহতরা হলেন- মধ্যমসরল এলাকার জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ জাফর ওরফে জাফর মেম্বার (৪৮) ও খলিলুর রহমান (৪৫)।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ আটটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি এবং রামদা উদ্ধার করেছে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর সরল ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে জাফর ও তার ভাই খলিলের মৃত্যু হয়।

তিনি আরও জানান, জাফরের বিরুদ্ধে অস্ত্র, খুন ও ডাকাতিসহ ৩৩টি এবং তার ভাইয়ের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।

বাঁশখালী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, “জাফর মেম্বার এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার নামে ২৭টি মামলা রয়েছে। তবে, তার ভাই খলিলের নামে কোনো মামলা বা অভিযোগ আমাদের থানায় নেই।”

Comments

The Daily Star  | English

Displaced bearing pad disrupted metro rail service: DMTCL official

Both local and Japanese workers and engineers were seen working to lift the pad back onto the pier

38m ago