সামুদ্রিক সিলের মুখে ‘টুইংকল টুইংকল লিটল স্টার’

স্কটল্যান্ডের গবেষকরা জানাচ্ছেন, ধুসর রংয়ের সামুদ্রিক প্রাণী সিল মানুষের তৈরি শব্দ এবং গানের অনুলিপি তৈরি করতে পারে। এমনকি ‘টুইংকল টুইংকল লিটল স্টার’ এর মতো শিশুদের অতি প্রিয় ছড়াও আংশিকভাবে রপ্ত করে ফেলেছে ওরা।

সেন্ট অ্যান্ড্রুজ ইউনিভার্সিটির গবেষকরা দেখিয়েছেন যে, তিনটি প্রশিক্ষণপ্রাপ্ত সিল জনপ্রিয় সুরের কিছু অংশকে অনুকরণ করতে সক্ষম হয়েছে।

বার্তা সংস্থা এপি জানাচ্ছে, গত ২০ জুন সিলের ভিডিওসহ এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন সংশ্লিষ্ট গবেষকরা। এই গবেষণা তাদের কণ্ঠশিক্ষার বিকাশ ও মানুষের ভাষাগত উন্নয়ন সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে শিখিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ধুসর সিলগুলি বাক প্রতিবন্ধকতা সংক্রান্ত সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য একটি নতুন মডেল হিসেবে উপস্থাপিত হতে পারে, কেননা শব্দ উৎপাদনের জন্য এরা মানুষের মতো করেই তাদের কণ্ঠনালীর বিভিন্ন অংশকে ব্যবহার করে থাকে।

Comments

The Daily Star  | English
yunus tarique meeting begins in london

Yunus-Tarique meeting ongoing

Amir Khosru, Humayun Kabir accompany the BNP acting chairperson to The Dorchester

1h ago