সংখ্যায় সংখ্যায় নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ লড়াই

ইংল্যান্ড বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত থাকা দুটি দলের একটি হলো নিউজিল্যান্ড। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার কাজটা বেশ এগিয়ে রেখেছেন কেন উইলিয়ামসনরা। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ খুব একটা স্বস্তিদায়ক অবস্থায় নেই। সমান ম্যাচে তাদের অর্জন ৩ পয়েন্ট।
new zealand vs west indies
ফাইল ছবি

ইংল্যান্ড বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত থাকা দুটি দলের একটি হলো নিউজিল্যান্ড। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার কাজটা বেশ এগিয়ে রেখেছেন কেন উইলিয়ামসনরা। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ খুব একটা স্বস্তিদায়ক অবস্থায় নেই। সমান ম্যাচে তাদের অর্জন ৩ পয়েন্ট।

এই দুটি দল শনিবারের (২২ জুন) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে একে অপরের। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে পয়েন্ট তালিকার দুই (কিউই) বনাম সাতের (উইন্ডিজ) খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।

পরিসংখ্যান:

মোট ম্যাচ: ৫৭টি, ওয়েস্ট ইন্ডিজ জয়ী: ৩০টি, নিউজিল্যান্ড জয়ী: ২৭টি।

বিশ্বকাপ পরিসংখ্যান:

মোট ম্যাচ: ৭টি, ওয়েস্ট ইন্ডিজ জয়ী: ৩টি, নিউজিল্যান্ড জয়ী: ৪টি।

ভেন্যু:

ওল্ড ট্র্যাফোর্ড নিউজিল্যান্ড ও উইন্ডিজ- কারও জন্যই পয়া নয়। এই মাঠে তাদের রেকর্ড বেশ মলিন, ২২ গজের জমিন জয়ের চেয়ে হারের অভিজ্ঞতাই বেশি উপহার দিয়েছে দুই দলকে। নিউজিল্যান্ড ৫ ম্যাচ খেলে জিতেছে মাত্র ১টিতে। ৬ ম্যাচে উইন্ডিজের জয় ২টি।

কেন উইলিয়ামসন:

ব্ল্যাক ক্যাপস অধিনায়ক উইলিয়ামসন বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন গেল ম্যাচে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এখন পর্যন্ত চলমান আসরে ৪ ইনিংসে ২২৫ রান করেছেন তিনি। আউট হয়েছেন মোটে ১ বার।

ক্রিস গেইল:

বিধ্বংসী ক্যারিবিয়ান ব্যাটসম্যান গেইল এবারের আসরে ৭৯% রান করেছেন বাউন্ডারির মাধ্যমে। চার মেরেছেন ১৫টি, ছয় হাঁকিয়েছেন ৪টি। এ ম্যাচে ৬১ রান করতে পারলেই তৃতীয় ক্রিকেটার হিসেবে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বৈরথে ১ হাজার রান পূর্ণ করবেন তিনি। এই কীর্তি আছে কেবল কিংবদন্তি ব্রায়ান লারা ও নাথান অ্যাস্টলের।

Comments

The Daily Star  | English
Foreign Airlines Restrict Ticket Sales to Local Agencies in Bangladesh

Passenger numbers plummet on Bangladesh-India routes following Aug 5

Flights between Bangladesh and India have seen a sharp drop in passenger numbers recently, with airlines blaming India's restricted visa issuance as the main cause

2h ago