লিটনের প্রশংসায় মিঠুন, নিজেকেও রাখছেন তৈরি
টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে পাঁচ নম্বরে সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ মিঠুন। দুই ম্যাচে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি, অন্য ম্যাচে ফেরেন কোন রান না করেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাই তার জায়গায় খেলানো হয় লিটন দাসকে। ওই ম্যাচে নেমেই সাকিব আল হাসানের সঙ্গে দুর্দান্ত এক জুটিতে ম্যাচ জিতিয়ে আসেন লিটন। খেলেন ৬৯ বলে ৯৪ রানের ঝড় ইনিংস। যার জন্য জায়গা হারিয়েছেন তার পারফরম্যান্স মন থেকেই খুশি থাকার কথা জানালেন মিঠুন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচে নেমে চার-ছয়ে দারুণ শুরু করেও ২১ বলে ২১ রানে থামে মিঠুনের ইনিংস। নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে থিতু হয়ে ২৬ রান করে মারতে গিয়ে আউট হন তিনি। তবে দলের চাহিদা অনুযায়ীই সেই অ্যাপ্রোচ নিয়েছিলেন তিনি। কিন্তু সফল না হওয়ায় চাপ বাড়ে তার উপর। কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ২ বল খেলেই কোন রান না করে আউট হয়ে যান।
ব্রিস্টলে পরের ম্যাচেই তার বাদ পড়ার পরিস্থিতি তৈরি হয়। বৃষ্টির কারণে সে ম্যাচ না হওয়ায় টনটনে অনুমিতভাবেই ছিটকে যান ডানহাতি এই ব্যাটসম্যান।
ওই ম্যাচেই পাঁচ নম্বরে নেমে সুযোগটা কাজে লাগিয়ে ফেলেছেন লিটন। ৩২২ রান তাড়ায় সাকিবের সঙ্গে অবিচ্ছিন্ন ১৮৯ রানের জুটি। আগ্রাসী মেজাজে খেলে ৬৯ বলে অপরাজিত থাকেন ৯৪ রানে। নিজে জায়গা হারালেও দলের জন্য লিটন ভালো করাতেই খুশি মিঠুন। আপাতত একাদশে নিজের জায়গা দেখছেন না। তবে পরিস্থিতির দাবি মেটাতে নিজেকে রাখছেন প্রস্তুত, ‘আসলে এটাকে আমি ইতিবাচকভাবে দেখছি (লিটনের ভালো করা)। আমার জায়গায় লিটন এসে ও ভালো করেছে। দলের জন্য ওই জয়ে অবদান রেখেছে, গতম্যাচেও ভাল খেলছিল (অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ বলে ২০ করেন লিটন)। আমার কাজ নিজেকে তৈরি রাখা। কারণ যেকোনো সময় আবার আমাকে দরকার হতে পারে।’
Comments