উইলিয়ামসনের সেঞ্চুরিতে কিউইদের লড়াকু সংগ্রহ
বাঁচা মরার লড়াইয়ে দুর্দান্ত সূচনা পায় উইন্ডিজ। ইনিংসের প্রথম ওভারেই আউট দুই কিউই ওপেনার। তাও আবার গোল্ডেন ডাক নিয়ে। এমন অবস্থা থেকে দলকে আবারো টেনে তুললেন অধিনায়ক কেন উইলিয়ামসন। করলেন আরও একটি সেঞ্চুরি। সঙ্গী হিসেবে অবশ্য পেয়েছেন রস টেইলরকে। তাতেই উইন্ডিজের বিপক্ষে লড়াকু সংগ্রহ পেল দলটি। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯১ রান তুলে কিউইরা।
আগের ম্যাচেই দারুণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোমাঞ্চকর এক জয় এনে দিয়েছিলেন উইলিয়ামসন। এদিন আরও একবার দলের হাল ধরে দলকে এনে দিলেন লড়াইয়ের পুঁজি। খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। ১৫৪ বলে ১৪৮ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। ১৪টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান অধিনায়ক।
টস হেরে প্রথম ম্যাচে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। প্রথম বলেই মার্টিন গাপটিলকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন শেল্ডন কটরেল। পঞ্চম বলে তো বোল্ডই করে দেন কলিন মুনরো। তাতে বড় চাপে পড়ে যায় কিউইরা। তৃতীয় অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলরকে নিয়ে ইনিংস মেরামতের কাজে নামেন উইলিয়ামসন। গড়েন ১৬০ রানের দারুণ এক জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় নিউজিল্যান্ড। ৯৫ বলে ৭টি চারের সাহায্যে ৬৯ রান করেন টেইলর।
এরপর টেইলর ফিরে গেলেও এক প্রান্ত আগলে খেলতে থাকেন উইলিয়ামসন। টম লাথামের সঙ্গে ৪৩ ও জেমস নিশামের সঙ্গে ৪১ রানের আরও দুটি কার্যকরী জুটি গড়েন তিনি। তবে রানের গতি বাড়াতে গিয়ে আউট হন অধিনায়ক। শেষ দিকে জেমস নিশামের ২২ বলে ২৮ রানে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯১ রান তোলে নিউজিল্যান্ড। উইন্ডিজের পক্ষে ৫৬ রানের খরচায় ৪টি উইকেট পেয়েছেন কটরেল। এছাড়া ২ উইকেট নিয়েছেন ব্র্যাথওয়েট।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৯১/৮ (গাপটিল ০, মুনরো ০, উইলিয়ামসন ১৪৮, টেইলর ৬৯, লাথাম ১২, নিশাম ২৮*, গ্রান্ডহোম ১৬, স্যান্টনার ১০ হেনরি ০*;কটরেল ৪/৫৬, রোচ ০/৩৮, হোল্ডার ০/৪২, থমাস ০/৩০, ব্র্যাথওয়েট ২/৫৮, নার্স ০/৫৫, গেইল ১/৮)।
Comments