ওমান সাগর, হরমুজ প্রণালী এড়িয়ে চলছে সৌদি এয়ারলাইন্স
সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটগুলো ওমান সাগর এবং হরমুজ প্রণালী এড়িয়ে চলছে।
সৌদি সরকারি সংবাদমাধ্যম আল-আরাবিয়ার বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স আজ (২৩ জুন) এ কথা জানায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন গত সপ্তাহে ইরান গুলি করে ভূপাতিত করায় সেই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রের আকাশ পরিবহন নিয়ন্ত্রণ সংস্থার মতে, চলমান উত্তেজনার কারণে হুমকির মুখে পড়েছে ওমান সাগর ও হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ফ্লাইটগুলো।
তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স এই অঞ্চলগুলো এড়িয়ে চলবে বলেও উল্লেখ করা হয়।
এদিকে, আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দেশের বড় বড় এয়ারলাইন্সগুলো ইতোমধ্যে ইরানের আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
Comments