কোহলির শাস্তি
আগে ব্যাট করে আশানুরূপ সংগ্রহ করতে পারেনি ভারত। তার উপর রান তাড়ায় ভালোই করছিল আফগানিস্তান। ম্যাচের এমন পর্যায়ে মেজাজটা কঠিন হয়ে পড়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির জন্য। বোলারদের আবেদনে সাড়া না দেওয়ায় কয়েক দফা তেড়ে গিয়েছেন আম্পায়ারদের দিকে। এমন আচরণের কারণে শাস্তি পাচ্ছেন ভারতীয় অধিনায়ক।
মূলত অতিরিক্ত আবেদন করায় শাস্তি দেওয়া হয় কোহলিকে। এই অভিযোগ মেনে নিয়েছেন ভারতীয় অধিনায়কও। ফলে প্রয়োজন পড়েনি শুনানির। এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, অতিরিক্ত আবেদন করে বিধিভঙ্গ করেছেন কোহলি। আর তাই লেভেল ১ সংক্রান্ত নিয়ম ভাঙায় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে। এ নিয়ে দুটি ডিমেরিট পয়েন্ট হলো কোহলির।
মূল ঘটনাটি ঘটে ম্যাচের ২৯তম ওভারের প্রথম বলে। জাসপ্রিত বুমরাহর সে বলে রহমত শাহর প্যাডে লাগে বল। সমস্বরে আবেদন করে পুরো ভারতীয় শিবির। কিন্তু আম্পায়ার আলিম দার ছিলেন অনঢ়। কিন্তু কোহলি নিশ্চিত ছিলেন এটা আউট। ইনিংসের তৃতীয় ওভারেই রিভিউ নষ্ট করে ফেলায় আম্পায়ারকে আউট দেওয়ার জন্য চাপ দেন কোহলি। রিপ্লেতে দেখা গিয়েছে আলিম দারই ঠিক ছিলেন। যদিও সে ওভারেই দুই সেট ব্যাটসম্যানকে বিদায় করে ম্যাচ ঘুড়িয়ে দেন বুমরাহ।
শুধু এ ঘটনাই নয়, আরও বেশ কয়েকবারই আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করতে দেখা গিয়েছে কোহলি। বিশেষকরে ইনিংসের তৃতীয় ওভারে হজরতউল্লাহ জাজাইয়ের এলবিডাব্লিউর ডিআরএস সিদ্ধান্ত ভারতের পক্ষে না যাওয়ায় আম্পায়ারের সঙ্গে দীর্ঘক্ষণ দেন-দরবার করেন। আম্পায়ারের কাছে হাতজোড় করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার ইঙ্গিত করেন কোহলি।
Comments