‘দুরন্ত সাকিব’, আর ‘অধিনায়ক’ মাশরাফি নিয়ে ভাবনায় আফগানিস্তান

আফগান অধিনায়ক গুলবদিন নাইব। ছবিঃ বিসিবি

একজন দলের সেরা খেলোয়াড়। এই টুর্নামেন্টেও আছেন দুর্দান্ত ছন্দে। ব্যাট হাতে টক্কর দিচ্ছেন সেরাদের কাতারে। আরেকজন দলকে রেখেছেন এক সুতোয় বেঁধে, মাঠে প্রতিপক্ষকে কাবু করতে দিচ্ছেন পাকা চাল। বাংলাদেশের সেরা তারকা সাকিব আল হাসান আর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে তাই আলাদা ভাবনার কথা জানালেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব।

বিশ্বকাপে এই পর্যন্ত ৫ ম্যাচ খেলে দুই সেঞ্চুরিতে সাকিব করেছেন ৪২৫ রান। সেরা রান সংগ্রাহকের তালিকায় আছেন দুই নম্বরে। আফগানিস্তান অধিনায়ক ঠিকই জানেন, তাদের বিপক্ষে সবচেয়ে বড় হুমকি হতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডারই। সাকিব নিয়ে তাই তার কথায় ঝরল প্রশংসা আর উদ্বেগ, ‘সাকিব যেভাবে তার দলের জন্য খেলে যাচ্ছে, এক কথায় তা অসাধারণ। তাকে এবং অন্যদের কীভাবে আটকাব তার নিশ্চিত কোনো উপায় তো নেই। নির্ভর করছে নির্দিষ্ট দিনের পরিস্থিতির উপর। কাল (সোমবার) নতুন দিন। নতুন করেই শুরু করতে হবে।’

‘সাকিব কেবল এই আসরে নয়, গেল দুই বছর থেকেই দারুণ খেলে যাচ্ছে। বাংলাদেশে সেই সেরা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাকে একই দলে পেয়েছে নবি আর রশিদ। চেষ্টা করছি তাকে জানার। কাল (সোমবার) যদি তার দিন হয়, আমাদের জন্য কাজটা সত্যি কঠিন হয়ে যাবে।’

কেবল সাকিব নয়, কেবল ব্যাট-বলের পারফরম্যান্সই নয়। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বগুণ, কৌশল নিয়েও ভাবছেন গুলবাদিনরা। বিশ্বকাপের আগে অধিনায়কত্ব পাওয়া এই আফগান অলরাউন্ডার দায়িত্বের উত্তপ্ত চেয়ারে বসে উপলব্ধি করছেন গত কয়েক বছর থেকেই কাজটা কতটা সাবলীলভাবে করে চলেছেন মাশরাফি, ‘মর্তুজা অধিনায়ক হওয়ার পর থেকেই বাংলাদেশ গত কয়েক বছর থেকে ভালো করছে। গেল চার বছর থেকেই আসলে তারা তাদের স্কিল দেখিয়ে আসছে। মর্তুজার সেজন্য কৃতিত্ব পাওনা। দলকে সে অসাধারণভাবে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশের এগিয়ে যাওয়া মুগ্ধ হয়ে দেখতে হয়। বিশ্বকাপে তারা দারুণ। আমাদের কাজটা একেবারেই সহজ হবে না।’

Comments

The Daily Star  | English
Iran state TV live broadcast resumes after Israeli attack

Iran state TV resumes live broadcast after Israeli attack

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

1h ago