ট্রেন দুর্ঘটনা: নিহত ৪, আহত শতাধিক, তদন্ত কমিটি

Train Accident
কুলাউড়ায় গতকাল রাতে লাইনচ্যুত হয় উপবন এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি। ছবি: স্টার

মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কারণ জানতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

আমাদের মৌলভীবাজার সংবাদদাতাকে রেল মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হোসেন জানান, রেলওয়ের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্বাঞ্চল) মো. মিজানুর রহমানকে এই কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধারে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।

দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্থগিত রয়েছে।

উল্লেখ্য, কুলাউড়ায় গতকাল রাতে লাইনচ্যুত হয় উপবন এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত শতাধিক। হতাহত হওয়ার সংখ্যা বাড়তে পারে।

আরো পড়ুন:

দুর্ঘটনার সম্ভাব্য দুই কারণ, সন্ধ্যানাগাদ ট্রেন চলাচল শুরু হতে পারে: রেল সচিব

Comments