দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারে কাজ চলছে

Train Rescue
২৪ জুন ২০১৯, সকালে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত উপবন এক্সপ্রেস ট্রেনটিকে উদ্ধারের কাজ শুরু করেছে। ছবি: স্টার

মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনা কবলিত উপবন এক্সপ্রেস ট্রেনটিকে উদ্ধারে কাজ চলছে। ঘটনাস্থল থেকে আমাদের স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন, আজ সকালে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করেছে।

বর্তমানে ট্রেনের ক্ষতিগ্রস্ত বগিগুলোকে টেনে তোলার কাজ চলমান রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের লোকজন বেঁকে যাওয়া লাইনগুলো সোজা করার চেষ্টা করছেন।

দুর্ঘটনায় খালের পানিতে পড়ে যাওয়া ট্রেনের একটি বগিকে এখনও ওপরে উঠানো সম্ভব হয়নি। সেটিকে তুলতে বড় ক্রেন প্রয়োজন বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছেন আমাদের স্থানীয় সংবাদদাতা।

উদ্ধার কাজে রেলওয়ে কর্তৃপক্ষের লোকজনকে সহায়তা করছেন পুলিশ ও বিজিবি সদস্যরা।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) রফিকুল ইসলাম, রেল মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হোসেন ও রেলওয়ে কর্তৃপক্ষের বিশেষজ্ঞ প্রকৌশলীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, কুলাউড়ায় গতকাল রাতে লাইনচ্যুত হয় উপবন এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

Comments

The Daily Star  | English

Sagar-Runi murders: HC grants 6 more months to taskforce to end probe

Additional attorney general seeks nine-month time citing lost documents, staff transfers

22m ago