শাকিব খানের নতুন ৪ ছবি কারা পেলেন?

Shakib Khan
শাকিব খান। ছবি: সংগৃহীত

একসঙ্গে নতুন চারটি ছবির ঘোষণা দিলেন শাকিব খান। ছবিগুলো একের পর এক তৈরি করা হবে।

গতকাল (২৩ জুন) এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন চার ছবির ঘোষণা দিয়েছেন তিনি।

সেই ছবিগুলো পরিচালনা করবেন কাজী হায়াত, মালেক আফসারী, বদিউল আলম খোকন এবং হিমেল আশরাফ। ছবিগুলোর নাম হচ্ছে ‘বীর’, ‘পাসওয়ার্ড ২’, ‘ফাইটার’ এবং ‘প্রিয়তমা’।

অনুষ্ঠানে উপস্থিত তিন চলচ্চিত্র পরিচালককে সাইনিং চেক তুলে দেন শাকিব খান।

গত ঈদে নিজের প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ছবিটি দর্শকদের উপহার দেন শাকিব খান। ছবিটি ঈদে বেশ ব্যবসা সফলতা পায়। তারপরই এসকে ফিল্মস থেকে নিয়মিত ছবি নির্মাণ করার ঘোষণা দেন শাকিব খান।

শাকিব তার চারটি নতুন চলচ্চিত্রের বিষয়ে বলেন, “আমার ছবির পরিচালকদের মধ্যে একমাত্র হিমেল আশরাফ বর্তমানে দেশের বাইরে রয়েছেন। আমার প্রতিষ্ঠান থেকে ‘প্রিয়তমা’ ছবিটি নির্মাণ করবেন তিনি।  এছাড়াও, কাজী হায়াত পরিচালনা করবেন ‘বীর’, মালেক আফসারী ‘পাসওয়ার্ড ২’ এবং বদিউল আলম খোকন ‘ফাইটার’।”

“নিয়মিতভাবে আমি আন্তর্জাতিকমানের ছবি প্রযোজনা করতে চাই,” উল্লেখ করে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা আরো বলেন, “এই ইন্ডাস্ট্রির কারণেই তাদের ভালোবাসায় শাকিব খান হতে পেরেছি। তাই এই ইন্ডাস্ট্রির দুঃসময়ে চলে যেতে চাই না।”

এর আগে শাকিব খান ‘হিরো দ্য সুপারস্টার’ এবং ‘পাসওয়ার্ড’ নামে দুটি ছবি প্রযোজনা করেছেন।

Comments

The Daily Star  | English

US halts new student visa interviews

The State Department prepares to expand social media vetting of foreign students.

9h ago