কুলাউড়া থেকে ট্রেন চলছে ঢাকা, চট্টগ্রামে

Train services restored
২৪ জুন ২০১৯, দুর্ঘটনার পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে ঢাকা ও চট্টগ্রামের পথে ট্রেন চলাচল শুরু হয়। ছবি: স্টার ফাইল ফটো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে ট্রেন চলছে ঢাকা ও চট্টগ্রামের পথে।

গতরাতে উপজেলার বরমচাল এলাকায় রেল দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এরপর আজ (২৪ জুন) বেলা সাড়ে ১২টায় জয়ন্তিকা ঢাকার পথে রওয়ার দেওয়ার মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামমুখী ট্রেনগুলো কুলাউড়া থেকে ছেড়ে যাচ্ছে।

শমশেরনগর রেলওয়ে স্টেশনমাস্টার কবির আহমদের বরাত দিয়ে দ্য ডেইলি স্টারের মৌলভীবাজার সংবাদদাতা এ খবর জানান।

উল্লেখ্য, গতকাল রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তঃনগর উপবন এক্সপ্রেসের পাঁচ বগি উল্টে গেলে অন্তত চারজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

10m ago