কুলাউড়া থেকে ট্রেন চলছে ঢাকা, চট্টগ্রামে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে ট্রেন চলছে ঢাকা ও চট্টগ্রামের পথে।
গতরাতে উপজেলার বরমচাল এলাকায় রেল দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এরপর আজ (২৪ জুন) বেলা সাড়ে ১২টায় জয়ন্তিকা ঢাকার পথে রওয়ার দেওয়ার মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামমুখী ট্রেনগুলো কুলাউড়া থেকে ছেড়ে যাচ্ছে।
শমশেরনগর রেলওয়ে স্টেশনমাস্টার কবির আহমদের বরাত দিয়ে দ্য ডেইলি স্টারের মৌলভীবাজার সংবাদদাতা এ খবর জানান।
উল্লেখ্য, গতকাল রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তঃনগর উপবন এক্সপ্রেসের পাঁচ বগি উল্টে গেলে অন্তত চারজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
Comments