‘সঙ্কট সমাধানে কূটনৈতিক পথ চিরতরে বন্ধ’

ইরানের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং দেশটির অন্যান্য শীর্ষ কর্মকর্তার ওপর ট্রাম্প প্রশাসনের নতুন অবরোধ কূটনৈতিক উপায়ে দেশ দুটির মধ্যে চলমান সঙ্কট সমাধানের পথ বন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
Abbas Mousavi
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি। ছবি: এএফপি ফাইল ফটো

ইরানের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং দেশটির অন্যান্য শীর্ষ কর্মকর্তার ওপর ট্রাম্প প্রশাসনের নতুন অবরোধ কূটনৈতিক উপায়ে দেশ দুটির মধ্যে চলমান সঙ্কট সমাধানের পথ বন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আজ (২৫ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি এক টুইটার বার্তায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই নতুন অবরোধ তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে চলমান সঙ্কট সমাধানে কূটনৈতিক পথ চিরদিনের জন্যে বন্ধ করে দিয়েছে।

আব্বাস বলেন, “ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং ইরানের কূটনীতিকদের নেতা ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের ওপর অকার্যকর অবরোধ আরোপের ফলে কূটনীতির পথ চিরতরে বন্ধ হয়ে গিয়েছে।”

এতে আরো বলা হয়, “ট্রাম্পের মরিয়া প্রশাসন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতিষ্ঠিত পন্থা ধ্বংস করে দিচ্ছে।”

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন সেনাদের গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করার কারণে ইরানের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে আলি খামেনিসহ দেশটির বিভিন্ন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অবরোধ আরোপ করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

এই নতুন অবরোধের পর জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যে কোনো আলোচনা হবে না।

Comments

The Daily Star  | English

Mirpur-10 metro station reopens

Mirpur-10 metro station resumed operations this morning, almost three months after it was vandalised and consequently shut down in July

1h ago