অনন্ত জলিল এবার আন্তর্জাতিক সংস্থার পুলিশ!
অনন্ত জলিল তার ‘দিন- দ্য ডে’ ছবিতে নতুন নতুন লুকে হাজির হচ্ছেন। এবার এই ছবির জন্য নতুনভাবে হাজির হয়েছেন।
গতকাল (২৪ জুন) ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন ‘খোঁজ- দ্য সার্চ’-এর অভিনেতা। সেখানে দেখা যাচ্ছে তার গায়ে কালো পোশাক, মাথায় টুপি। হাতে বন্ধুক নিয়ে অ্যাকশন মুডে রয়েছেন তিনি। তার পোশাকে লেখা রয়েছে পুলিশ। তাই ধারণা করা হচ্ছে কোনো আন্তর্জাতিক সংস্থার পুলিশ চরিত্রে দেখা যাবে তাকে।
এবারই প্রথম কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র হিসেবে ‘দিন- দ্য ডে’তে অভিনয় করছেন অনন্ত জলিল। সেখানে তার চরিত্রের নাম আজিন। তার বিপরীতে অভিনয় করছেন বর্ষা।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘দিন-দ্য ডে’। ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিল। ছবিটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা আতশজমজম।
ছবিটিতে ইরান এবং লেবাননের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন। ইরান এবং বাংলাদেশের পর এখন আবার ইরানে চলছে ছবিটির দৃশ্যায়ণের কাজ।
Comments