অপ্রয়োজনীয় সিজার বন্ধে হাইকোর্টে রিট
দেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সন্তান জন্ম দেওয়ার জন্য অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন বন্ধের নির্দেশনা চেয়ে হাইকার্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
আজ (২৫ জুন) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এই রিট দায়ের করেন। রিটে প্রসূতি মায়েদের সন্তান জন্মদানের জন্য অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন কেনো বন্ধ ঘোষণা করা হবে না, সরকারের কাছে এর কারণ জানতে চেয়ে রুল জারির জন্য তিনি হাইকোর্টের কাছে আবেদন করেছেন।
সংবাদপত্রের প্রতিবেদনের বরাত দিয়ে রিট আবেদনে ব্যারিস্টার সুমন জানান, গত বছর দেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ৭৭ শতাংশ অপ্রয়োজনীয় সিজার করা হয়েছে, যা আশঙ্কাজনক।
তিনি জানান, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, কেবল আর্থিক সুবিধার জন্যই হাসপাতাল ও ক্লিনিক কর্তৃপক্ষ প্রসূতি মায়েদের সিজার করাতে বাধ্য করেন। প্রায় ৯৫ শতাংশ ক্লিনিক এই কাজ শুধু টাকার জন্য করে বলেও যোগ করেন তিনি।
রিটে ব্যারিস্টার সুমন আরও বলেন, অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন যদি বন্ধ করা না যায়, তাহলে এটি সংকটজনক অবস্থায় মোড় নিবে।
আগামীকাল এই রিটের শুনানি হতে পারে বলে তিনি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
Comments