‘একটু ছুটি ছেলেদের প্রাপ্য’
আফগানিস্তানকে হারিয়ে বড় কিছু অর্জন হয়নি এখনো। কিন্তু বেঁচেছে সেমিফাইনালের আশা। সেমিফাইনালের পথে পরের ম্যাচটা মহাগুরুত্বপূর্ণ। প্রতিপক্ষে ভারত হওয়ায় কঠিনও। তবে এমন ম্যাচের আগে লম্বা ছুটি পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ২ জুলাইয়ের ম্যাচের আগে বড় বিরতি থাকায় টানা পাঁচ দিনের ছুটি মিলেছে সাকিব আল হাসানদের। ছুটিটা কাজে লাগাতে বেরিয়েও পড়েছেন তারা।
সোমবার খেলা শেষেই আলাদা গাড়িতে করে বেরিয়ে পড়েন সাকিব। পরে জানা যায় পরিবারসমেত তিনি চলে গেছেন লন্ডনে। মঙ্গলবার সকালে সাউদাম্পটন থেকে ট্রেনে করে লন্ডনে চলে গেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমও। লন্ডনে যাওয়ার কথা কোন ম্যাচ না খেলা পেসার আবু জায়েদ রাহিরও।
ছুটি কাটাতে অয় শহরে যাচ্ছেন মোহাম্মদ মিঠুনও। বাকিদের নিয়ে অধিনায়ক মাশরাফি মর্তুজা অবশ্য গেছেন বার্মিংহামে। পেশির চোটে পড়া মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমও আছেন সঙ্গে। বার্মিংহামে পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর কথা মাশরাফির।
সবার ঘোরাঘুরি শেষ হলে ৩০ জুন এজবাস্টনে অনুশীলন শুর করবে বাংলাদেশ। বার্মিংহামে যাওয়ার আগে বিশ্বকাপের মাঝে এরকম বড় ছুটি দেওয়ার যৌক্তিকতা বোঝালেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, ‘যেহেতু অনেক লম্বা বিরতি আছে, একটু ছুটি ছেলেদের প্রাপ্য। খুবই ক্লান্তিকর একটা টুর্নামেন্ট চলছে। টানা খেলা, অনুশীলন। মানসিক চাপ অনেক। আমরা চাই ছেলেরা কয়েক দিন একটু নিজেদের মতো থাকুক। ক্রিকেট থেকে বাইরে থাকুক।’
‘বড় দুটি ম্যাচ আছে সামনে। খুবই গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ। আমরা চাই ছেলেরা যেন যতটা সম্ভব নির্ভার থাকে। যতটা সম্ভব মানসিকভাবে ফুরফুরে থাকে। আশা করি ছুটি শেষে যখন ফিরবে, ম্যাচ দুটির জন্য মানসিকভাবে শতভাগ তৈরি থাকবে। ছোটখাটো চোট সমস্যা যাদের আছে, আশা করি সেটাও কেটে যাবে।’
৭ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে বাংলাদেশ। মঙ্গলবার অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ড হেরে যাওয়ায় বাংলাদেশের সেমির আশা বেড়েছে আরও। হাতে থাকা বাকি দুই ম্যাচে ২ জুলাই ভারত ও ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে নামবে মাশরাফি মর্তুজার দল।
Comments