ডিআইজি মিজান সাময়িক বরখাস্ত
রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর অবশেষে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতরাতে দ্য ডেইলি স্টারকে বলেন, “ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তাকে বরখাস্তের জন্য রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন হয়। আজ (গতকাল) রাষ্ট্রপতির কাছ থেকে অনুমোদন পাওয়ার পর আমরা তাকে (ডিআইজি মিজান) বরখাস্ত করেছি।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ডিআইজি মিজানের বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা দায়ের করা হবে। তার বিরুদ্ধে এক নারীকে জোরপূর্বক বিয়ের পর নির্যাতন চালানোর অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত ২৪ জুন তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এছাড়াও, গত ১৯ জুন আদালত এক আদেশে মিজানুর রহমানের স্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাবের লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন।
এর আগে, নারী নির্যাতনের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া ডিআইজি মিজানুর রহমানের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছিলো দুদক। কিন্তু, এই তদন্ত করতে গিয়ে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মিজানুর রহমান।
Comments