সেমিফাইনালে চোখ রেখে পাকিস্তানের মুখোমুখি নিউজিল্যান্ড
বিশ্বকাপের সেমিফাইনালে খেলা এরই মধ্যে নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দ্বিতীয় দল হিসেবে তাদের সঙ্গী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে প্রতিবেশী নিউজিল্যান্ড। বার্মিংহামে পাকিস্তানকে হারাতে পারলেই কেন উইলিয়ামসনরা পেয়ে যাবেন শেষ চারের টিকিট।
সেমিফাইনালে চোখ রেখে বুধবার (২৬ জুন) বিশ্বকাপের ৩৩তম ম্যাচে সরফরাজ আহমেদের দলের মুখোমুখি হচ্ছে গেল আসরের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। এজবাস্টনে খেলা শুরু বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।
এখন পর্যন্ত আসরে অপরাজিত নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। সেমিতে খেলার স্বপ্ন এখনও টিকে আছে তাদের। তবে কিউইদের কাছে হারলে বিশ্বকাপ থেকে বিদায় একরকম নিশ্চিতই হয়ে যাবে দলটির।
পয়েন্ট তালিকায় অবস্থান:
নিউজিল্যান্ড ও পাকিস্তান- দুদলেরই হাতে রয়েছে তিনটি করে ম্যাচ। ছয় ম্যাচ খেলে কিউইদের অর্জন ১১ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট তালিকার দুইয়ে। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে পাকিস্তান।
পরিসংখ্যান:
মোট ম্যাচ: ১০৬টি, নিউজিল্যান্ড জয়ী: ৪৮টি, পাকিস্তান জয়ী: ৫৪টি, টাই: ১টি, পরিত্যক্ত: ৩টি।
বিশ্বকাপ পরিসংখ্যান:
মোট ম্যাচ: ৬টি, নিউজিল্যান্ড জয়ী: ২টি, পাকিস্তান জয়ী: ৬টি।
সম্ভাব্য একাদশ:
চলতি বিশ্বকাপের একাদশে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আনেনি নিউজিল্যান্ড। সবশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলটির নাটকীয় জয়ের পর অধিনায়ক কেন উইলিয়ামসন জানান, পয়েন্ট তালিকায় সুবিধাজনক অবস্থানে থাকলেও খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের। তবে ম্যাট হেনরিকে নিয়ে রয়েছে দোলাচল। ক্যারিবিয়ানদের বিপক্ষে খরুচে ছিলেন তিনি। তার জায়গায় সুযোগ পেতে পারেন টিম সাউদি।
নিউজিল্যান্ড:
কলিন মুনরো, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি/টিম সাউদি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। সেদিন একাদশে ফিরে পাঁচ নম্বরে ব্যাটিং করে ম্যাচজয়ী ইনিংস খেলেন হারিস সোহেল। এই বাঁহাতির অন্তর্ভুক্তির পর মনে হচ্ছে, অবশেষে সেরা একাদশ ঠিক করতে পেরেছে পাকিস্তান যেখানে ছয়জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও পাঁচজন বিশেষজ্ঞ বোলার থাকছেন।
পাকিস্তান:
ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, শাহিন শাহ আফ্রিদি।
Comments