আউটফিল্ড ভেজা, পাকিস্তান- নিউজিল্যান্ড ম্যাচ শুরুতে বিলম্ব

ছবি: আইসিসি

সেমি-ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে জয়ের কোন বিকল্প নেই পাকিস্তানের। অন্যদিকে কোন মতে ১ পয়েন্ট পেলেই সেমি-ফাইনাল নিশ্চিত হবে নিউজিল্যান্ডের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। যদিও এ মুহূর্তে বৃষ্টি নেই। কিন্তু সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে আউটফিন্ড ভেজা। মাঠ পরিচর্যার কাজ চলছে তবে এখন সম্পূর্ণ খেলার উপযোগী না হওয়ায় নির্দিষ্ট সময়ে শুরু হচ্ছে না খেলা। হয়নি টসও।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মাঠ পরিদর্শনে যাবে আম্পায়াররা। এর পরই জানা যাবে কখন শুরু হবে ম্যাচ। আর ম্যাচের দৈর্ঘ্যও একই থাকবে না কমবে।

নিউজিল্যান্ড ও পাকিস্তান- দুদলেরই হাতে রয়েছে তিনটি করে ম্যাচ। ছয় ম্যাচ খেলে কিউইদের অর্জন ১১ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট তালিকার দুইয়ে। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে পাকিস্তান।

তবে মুখোমুখি লড়াইয়ে বেশ এগিয়ে আছে পাকিস্তান। এখন পর্যন্ত দুই দল ১০৬ বার মুখোমুখি হয়েছে। তাতে পাকিস্তানের জয় ৫৪টি। নিউজিল্যান্ডের জয় ৪৮টি। বাকী চারটি ৩টি পরিত্যক্ত ও ১টি টাই। বিশ্বকাপেও এগিয়ে পাকিস্তান। ছয় বারের মোকাবেলায় চার বারই জিতেছে এশিয়ার দলটি।

চলতি বিশ্বকাপের একাদশে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আনেনি নিউজিল্যান্ড। সবশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলটির নাটকীয় জয়ের পর অধিনায়ক কেন উইলিয়ামসন জানান, পয়েন্ট তালিকায় সুবিধাজনক অবস্থানে থাকলেও খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের। তবে ম্যাট হেনরিকে নিয়ে রয়েছে দোলাচল। ক্যারিবিয়ানদের বিপক্ষে খরুচে ছিলেন তিনি। তার জায়গায় সুযোগ পেতে পারেন টিম সাউদি।

সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। সেদিন একাদশে ফিরে পাঁচ নম্বরে ব্যাটিং করে ম্যাচজয়ী ইনিংস খেলেন হারিস সোহেল। এই বাঁহাতির অন্তর্ভুক্তির পর মনে হচ্ছে, অবশেষে সেরা একাদশ ঠিক করতে পেরেছে পাকিস্তান যেখানে ছয়জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও পাঁচজন বিশেষজ্ঞ বোলার থাকছেন।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

10m ago