নিউজিল্যান্ডকে চাপে রেখেছে পাকিস্তান
সেমি-ফাইনালের স্বপ্ন জিইয়ে রাখতে হলে জিততেই হবে। কিন্তু সামনে বাধা দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ড। টুর্নামেন্টে যারা এখন পর্যন্ত হার দেখেনি। তবে ম্যাচে তাদের বিপক্ষে দারুণ সুবিধাজনক স্থানে রয়েছে পাকিস্তান। এর মধ্যে নিউজিল্যান্ডের টপ অর্ডার ধসিয়ে দিয়েছে তারা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩০ ওভারে ৫ উইকেটে ৯৪ রান। ফলে দারুণ চাপে রয়েছে দলটি। ২২ রানে ব্যাট করছেন জেমস নিশাম। আরেক অপরাজিত ব্যাটসম্যান কলিন ডি গ্রান্ডহোম উইকেটে আছেন ৮ রানে।
ম্যাচের আগে পাকিস্তানের বড় দুশ্চিন্তা ছিল ক্যাচিং নিয়ে। একের পর এক ক্যাচ মিসে বেশ ভুগতে হয়েছে দলটিকে। ফিল্ডিং নিয়েই দুশ্চিন্তায় ছিলেন অধিনায়ক সরফরাজ আহেমদ। সে দলটিই এদিন দারুণ ফিল্ডিং দিয়েছে। আর তার নেতৃত্ব দিয়েছেন সরফরাজ নিজেই। দুর্দান্ত কিছু ক্যাচ নিয়েছেন অধিনায়ক।
এদিন টসটা জিতেছিল নিউজিল্যান্ডই। তবে বেছে নেয় ব্যাটিং। আর আগে ব্যাট করতে নেমে শুরুতেই মোহাম্মদ আমিরের তোপে পড়ে দলটি। নিজের প্রথম বলেই মার্টিন গাপটিলকে বোল্ড করে দেন তিনি। অবশ্য তার বল খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে বোল্ড হন এ কিউই ওপেনার।
তবে নিউজিল্যান্ড শিবিরে মূল তোপ দাগান ১৯ বছর বয়সী শাহিন শাহ আফ্রিদি। কলিন মুনরোকে হারিস সোহেলের ক্যাচে পরিণত করেন। এরপর রস টেইলর ও টম লাথামকে পরিণত করেন উইকেটরক্ষক সরফরাজের।
এরপর কিউই শিবিরে সবচেয়ে বড় ধাক্কাটা দেন লেগ স্পিনার সাদাব আহমেদ। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে ফেরান তিনি। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন কিউই অধিনায়ক। এদিনও ৬৯ বলে ৪১ রান করেছিলেন। দলের হাল ধরে ইনিংস মেরামতের পথে ছিলেন। অবশ্য উইকেটের পেছনে দারুণ ক্যাচ লুফে নিয়েছেন সরফরাজও।
Comments