আম ব্যবসার দ্বন্দ্বে রাজশাহীতে ছাত্রলীগ নেতা খুন
আমের ব্যবসা নিয়ে বিরোধের জেরে রাজশাহীর তানোরে ছাত্রলীগের এক নেতা খুন হয়েছেন। আজ বুধবার বিকেলে বাজারের মধ্যে তাকে ছুরিকাঘাত করা হয়।
নিহত সুজন আলী (২৬) তানোর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি। তানোর থানার ওসি খাইরুল ইসলাম তার পরিচয় নিশ্চিত করেছেন।
ওসি জানান, সুজন বাগান ইজারা নিয়ে আমের ব্যবসা করতেন। গাছ থেকে আম সংগ্রহ করে গোল্লাপাড়া বাজারের ফল ব্যবসায়ীদের দিতেন। ওই ব্যবসায়ীদের কাছ থেকে পরে বিক্রির টাকা নিয়ে আসতেন। একই উদ্দেশ্যে আজ বাজারে গেলে আলমগীর হোসেন নামের এক ব্যবসায়ী ও তার ছেলেদের সঙ্গে তার বচসা হয়।
আলমগীরের অভিযোগ ছিল, প্রতিশ্রুতি মতো তিনি আমের সরবরাহ পাননি। এ কারণে তিনি বকেয়া টাকা দিতে অস্বীকার করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সুজনের বুকের এক পাশে ছুরিকাঘাত করা হয়।
ওসি জানান, তাকে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর বিকেল ৫টার দিকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। আলমগীর ও তার দুই ছেলেকে পুলিশ আটক করেছে।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলেও ওসি জানিয়েছেন।
Comments