একইসঙ্গে শচীন-লারাকে ছাড়িয়ে যেতে কোহলির চাই ৩৭ রান

রেকর্ডের সঙ্গে বিরাট কোহলির সখ্যতা বহুদিনের। আজ এক রেকর্ড ভাঙছেন তো কাল আরেক রেকর্ড গড়ছেন। ভারতীয় ব্যাটিং বিস্ময়কে হাতছানি দিচ্ছে আরও একটি অবিস্মরণীয় কীর্তি। আর মাত্র ৩৭ রান করতে পারলেই একইসঙ্গে কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারাকে ছাড়িয়ে দ্রুততম ২০ হাজার রানের মালিক হবেন তিনি।
virat kohli
ছবি: এএফপি

রেকর্ডের সঙ্গে বিরাট কোহলির সখ্যতা বহুদিনের। আজ এক রেকর্ড ভাঙছেন তো কাল আরেক রেকর্ড গড়ছেন। ভারতীয় ব্যাটিং বিস্ময়কে হাতছানি দিচ্ছে আরও একটি অবিস্মরণীয় কীর্তি। আর মাত্র ৩৭ রান করতে পারলেই একইসঙ্গে কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারাকে ছাড়িয়ে দ্রুততম ২০ হাজার রানের মালিক হবেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ভারতীয় দলনেতা কোহলির বর্তমান রান ১৯ হাজার ৯৬৩। মাত্র ৪১৬ ইনিংসেই এই রান করেছেন তিনি। টেস্টে ১৩১ ইনিংসে, ওয়ানডেতে ২২৩ ইনিংসে এবং টি-টোয়েন্টিতে ৬২ ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমেছেন কোহলি।

কোহলির স্বদেশী শচীন এবং ওয়েস্ট ইন্ডিজের লারা ২০ হাজার রান পূর্ণ করেছিলেন সমানসংখ্যক ইনিংসে। দুজনেরই লেগেছিল ৪৫৩ ইনিংস। অর্থাৎ নতুন রেকর্ড গড়ার জন্য কোহলির হাতে রয়েছে আরও ৩৬ ইনিংস! এই তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক রিকি পন্টিং খেলেছিলেন ৪৬৮ ইনিংস।

এ পর্যন্ত মোট ১১ ক্রিকেটার আন্তর্জাতিক অঙ্গনে ২০ হাজার রান করার কৃতিত্ব দেখিয়েছেন। এদের মধ্যে দুজন ভারতের- শচীন ও রাহুল দ্রাবিড়। এই তালিকায় তৃতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে নাম লেখাতে যাচ্ছেন কোহলি। শচীন সবমিলিয়ে করেছিলেন ৩৪ হাজার ৩৫৭ রান। ব্যাট-প্যাড উঠিয়ে রাখার আগে দ্রাবিড়ের সংগ্রহ ছিল ২৪ হাজার ২০৮ রান।

চলতি বিশ্বকাপে সেঞ্চুরির দেখা না পেলেও দারুণ খেলছেন ৩০ বছর বয়সী কোহলি। শেষ তিন ইনিংসে যথাক্রমে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে টানা ফিফটি করেছেন। তিনটি ম্যাচেই জিতেছিল ভারত।

বৃহস্পতিবার (২৭ জুন) ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ভারত। এ ম্যাচে জিতলে সেমিফাইনালে ওঠা প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের। আর ফর্ম বিবেচনায় এদিন কোহলির রেকর্ড গড়ে ফেলার সম্ভাবনাও উজ্জ্বল।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago