টস জিতে ব্যাটিংয়ে ভারত
উইন্ডিজের জন্য মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। সেমি-ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে জেতার কোনো বিকল্প নেই। অন্যদিকে, ম্যাচ জিতলে সেমি-ফাইনালে এক পা দিয়ে রাখবে ভারত। এমন ম্যাচে টস জিতে নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বেছে নিয়েছেন ব্যাটিং। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত। তবে উইন্ডিজ একাদশে পরিবর্তন আছে দুটি। আন্দ্রে রাসেলের পরিবর্তে স্কোয়াডে ডাক পাওয়া সুনিল আমব্রিস একাদশে জায়গা পেয়েছেন ওপেনার এভিন লুইস ফিট না থাকায়। এছাড়া অ্যাশলে নার্সের জায়গায় একাদশে ফিরেছেন ফ্যাবিয়েন অ্যালেন।
বাকি দলগুলো এরই মধ্যে ছয় থেকে সাতটি ম্যাচ খেলে ফেললেও ভারত খেলেছে মাত্র পাঁচটি। চারটি জয় ও একটি পরিত্যক্ত ম্যাচের কল্যাণে ৯ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের দৌড়ে বেশ শক্ত অবস্থানে রয়েছে দলটি। তাদের অবস্থান পয়েন্ট তালিকার তিনে। উইন্ডিজের অবস্থা তেমন সুবিধার নয়। তারা রয়েছে পয়েন্ট তালিকার আটে। এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচের মাত্র একটিই জিততে পেরেছে দলটি। আর একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তাদের পয়েন্ট ৩।
সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে উইন্ডিজের পারফরম্যান্সও আশানুরূপ নয়। যদিও মুখোমুখি লড়াইয়ে এখনও এগিয়ে আছে দলটি। মোট ১২৬টি ম্যাচের মধ্যে ৬২টি ম্যাচ জিতেছে উইন্ডিজ। ভারতের জয় ৫৯টি ম্যাচে। টাই ২টি ও পরিত্যক্ত হয়েছে ৩টি ম্যাচ।
উইন্ডিজ:
ক্রিস গেইল, সুনিল আমব্রিস, শেই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, কার্লোস ব্র্যাথওয়েট, জেসন হোল্ডার, ফ্যাবিয়েন অ্যালেন, কেমার রোচ, শেলডন কটরেল, ওশানে থমাস।
ভারত:
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।
Comments