দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচে মৌমাছির হানা!

south africa vs sri lanka bee
ছবি: রয়টার্স

ঘটনার সময়ই হাসির রোল পড়ে গিয়েছিল গ্যালারিতে। পরে রসিকতা করতে ছাড়ল না আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও (আইসিসি)। বিশ্বকাপের টুইটার পেজে পাশাপাশি দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখে দিল, মৌমাছির সঙ্গে দুদেশের ইতিহাসটা বেশ পুরনো!

ঘটনাটা খোলাসা করা যাক। শুক্রবার (২৮ জুন) চেস্টার লি স্ট্রিটে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা। লঙ্কান ইনিংসের ৪৮তম ওভারের খেলা চলছে তখন। বোলিং করছেন ক্রিস মরিস। ওভারের শেষ বলটি করতে যাওয়ার আগে হঠাৎই শুয়ে পড়লেন মাঠে। শুধু তিনি নন, আম্পায়ার-ব্যাটসম্যান-ফিল্ডাররাও ততক্ষণে একই কাজ করেছেন- শুয়ে পড়েছেন মাঠে!

 

মাঠে জুড়ে তখন মৌমাছির উপদ্রব। হঠাৎই উড়ে আসা এক ঝাঁক মৌমাছির আক্রমণ থেকে বাঁচতেই সবার মাঠে 'গা এলিয়ে দেওয়া'! সে কারণে অল্প কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। এমন উদ্ভট পরিস্থিতিতে নিজেদের মধ্যে হাসি-তামাশা করতে দেখা গেছে ক্রিকেটারদের। তখন দর্শকদের মধ্যেও ওঠে হাসির জোয়ার।

দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ঘটল এমন ঘটনা। ২০১৭ সালে ওয়ান্ডারার্সে মৌমাছির হানার মুখে পড়েছিল দুদল। সেবার অবশ্য এক ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল খেলা। ওই ঘটনার স্মৃতি টেনে এনেই রসাত্মক টুইট করে আইসিসি।

২০০৮ সালে মৌমাছির উপদ্রব দেখা গিয়েছিল ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার একটি টেস্ট ম্যাচের তৃতীয় দিনে। দিল্লির ফিরোজ শাহ কোটলায় অসিরা তখন ব্যাটিং করছিল। সেদিন অবশ্য শুয়ে না পড়ে দৌড়ে মাঠ ছেড়েছিলেন সবাই।

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

17m ago