তিস্তা ও ধরলার পানি বাড়ছে, চর ও নিম্নাঞ্চল প্লাবিত
প্রবল বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ক্রমান্বয়েই বাড়ছে তিস্তা ও ধরলা নদীর পানি। লালমনিরহাটের প্রধান এই দুই নদীর পানি বর্তমানে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। ইতিমধ্যে প্লাবিত হয়েছে চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল।
এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে আগামী ১২ ঘণ্টায় পানির স্তর বিপদসীমা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সরেজমিনে দেখা যায়, ঘরের ভেতর পানি ঢুকছে। রাস্তা-ঘাট তলিয়ে গেছে। লোকজন গবাদি পশু নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। নলকূপগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির চরম সংকটে পড়েছেন লোকজন। রান্না করতে না পারায় শুকনো খাবার খেয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। প্রায় সবখানেই পানি উঠে যাওয়ায় স্কুল-কলেজে যেতে পারছেন না শিক্ষার্থীরা।
স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে তিস্তা ও ধরলা নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করে দুর্গতদের সহযোগিতা করতে দেখা গেছে জেলা ও উপজেলা কর্তৃপক্ষকে।
Comments