গোপালগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

accident
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেরাখোলা এলাকায় আজ (২৯ জুন) সকালে বাসের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন।

নিহতরা হলেন- রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা এরশাদের স্ত্রী শাওন (৩০) ও তার ছেলে সাকিব (৭)।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, সকাল ৮টার দিকে গেরাখোলা এলাকায় একটি সেতুর কাছে শাওন ও তার ছেলে সাকিবকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি দ্রুতগামী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন।

নিহত শাওনের স্বামী এরশাদ জানান, তার ছেলেকে কোচিং সেন্টারে নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেছে। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

59m ago