৫০ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন এরশাদ: জি এম কাদের
জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই জি এম কাদের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের বরাতে বলেছেন, জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার ৫০ শতাংশ উন্নতি হয়েছে।
তিনি বলেন, “চিকিৎসকরা আশা করছেন, শারীরিক উন্নতির এই ধারাবাহিকতা বজায় থাকলে এরশাদ খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”
জি এম কাদের জানান, চিকিৎসাকরা কিছু পরীক্ষা করছেন এবং সে অনুযায়ী এরশাদের চিকিৎসা চলছে। এছাড়াও, সিএমএইচে এরশাদের চিকিত্সায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় সকলের দোয়া কামনা করেছেন জি এম কাদের।
Comments