কোপা আমেরিকা ২০১৯

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে সেমিতে বর্তমান চ্যাম্পিয়ন চিলি

chile vs colombia
ছবি: রয়টার্স

পেনাল্টি শ্যুটআউটে কলম্বিয়াকে হারিয়ে ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চিলি। ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া শেষ স্পট কিকটি নেন চিলির ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ।

শনিবার (২৯ জুন) বাংলাদেশ সময় সকালে টাইব্রেকারে গড়ানো তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ৫-৪ গোলে জিতেছে চিলি। এর আগে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় গোলশূন্যভাবে।

ম্যাচে দুবার বল জালে জড়িয়েছিল চিলি। কিন্তু ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে দুটি গোলই বাতিল করে দেন রেফারি। ১৬তম মিনিটে কলম্বিয়ার ডিফেন্ডার ডেভিনসন সানচেজের ভুলে বল পেয়ে জালে জড়ান চিলির চার্লস আরাঙ্গুইজ। কিন্তু ভিএআর ব্যবহার করে রেফারি দেখতে পান আগে থেকেই অফসাইডে ছিলেন সানচেজ।

বিরতির পর ৭১তম মিনিটে চিলির আরেকটি গোল বাতিল হয়। আর্তুরো ভিদাল বল জালে পাঠানোর আগে তা সতীর্থ ডিফেন্ডার গুইলের্মো মারিপানের হাতে লেগেছিল। ফলে, প্রযুক্তির কল্যাণে আরেকবার বেঁচে যায় কলম্বিয়া।

তবে পেনাল্টি শ্যুটআউটে শেষরক্ষা হয়নি কলম্বিয়ানদের। তাদের প্রথম চারটি স্পট কিক সফল হওয়ার পর পঞ্চম শটটি বাইরে মারেন উইলিয়াম তেসিয়ো। অন্যদিকে, চিলির খেলোয়াড়দের নেওয়া পাঁচটি পেনাল্টির সবগুলো জালে জড়ায়।

আগামী বৃহস্পতিবার (৪ জুলাই) আসরের দ্বিতীয় সেমিফাইনালে পোর্তো অ্যালেগ্রেতে খেলতে নামবে চিলি। তারা মুখোমুখি হবে পেরু-উরুগুয়ে ম্যাচের বিজয়ী দলের। এই দুটি দল চতুর্থ কোয়ার্টার ফাইনালে শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় পরস্পরকে মোকাবেলা করবে।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

10m ago