পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
বিশ্বকাপে নিজেদের শেষ দুটি ম্যাচে জিততে পারলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা বেশ উজ্জ্বল পাকিস্তানের। যদি না ইংল্যান্ডও তাদের শেষ দুটি ম্যাচে জয় পায়। তবে নিজেদের কাজটা ভালোভাবেই করে রাখতে চায় দলটি। এদিন প্রতিপক্ষ আফগানিস্তান। যারা টানা সাতটি ম্যাচ হেরে এর মধ্যেই বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। এমন ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন আফগানিস্তান দলের অধিনায়ক গুলবাদিন নাইব। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে ছন্দে থাকায় পাকিস্তান তাদের একাদশে স্বাভাবিকভাবেই কোনো পরিবর্তন আনেনি। অন্যদিকে, আফগানিস্তান নিজেদের সেরা একাদশ খুঁজে নিতে সম্ভাব্য সবরকম চেষ্টাই চালিয়েছে। ব্যবহার করেছে ১৬ ক্রিকেটারকে। যদিও তাতে কোনো ফল আসেনি। পরিবর্তন আছে এদিনের একাদশেও। দৌলত জাদরানের জায়গায় একাদশে ঢুকেছেন হামিদ হাসান।
পয়েন্ট তালিকায় ছয় নম্বরে রয়েছে পাকিস্তান। ৭ ম্যাচে তাদের অর্জন ৭ পয়েন্ট। ‘ডার্ক হর্স’ তকমা নিয়ে বিশ্বকাপে আসলেও আফগানদের জন্য আসরটা এখন পর্যন্ত দুঃস্বপ্নের মতো কেটেছে। কোনো জয় নেই, সব ম্যাচেই হার। রয়েছে দশ দলের পয়েন্ট তালিকার তলানিতে। ৭ ম্যাচ খেলে কোনো পয়েন্ট নেই তাদের নামের পাশে।
পাকিস্তান: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও শাহিন শাহ আফ্রিদি।
আফগানিস্তান: গুলবাদিন নাইব, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবি, নজিবউল্লাহ জাদরান, ইকরাম আলি খিল, রশিদ খান, হামিদ হাসান ও মুজিব উর রহমান।
Comments