টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

সেমি-ফাইনালে সবার আগে নাম লিখিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে নিশ্চিত না হলেও সেমিতে এক পা দিয়েই রেখেছে নিউজিল্যান্ড। তবে এদিন প্রতিবেশি দেশটির বিপক্ষে জিতলেই নিশ্চিত হয়ে যাবে। এমন ম্যাচে টস জিতে নিয়েছে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বেছে নিয়েছেন ব্যাটিং। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৬টায়।
ছবি: আইসিসি

সেমি-ফাইনালে সবার আগে নাম লিখিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে নিশ্চিত না হলেও সেমিতে এক পা দিয়েই রেখেছে নিউজিল্যান্ড। তবে এদিন প্রতিবেশি দেশটির বিপক্ষে জিতলেই নিশ্চিত হয়ে যাবে। এমন ম্যাচে টস জিতে নিয়েছে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বেছে নিয়েছেন ব্যাটিং। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৬টায়।

এখন পর্যন্ত পুরো প্রতিযোগিতায় কিউইরা একই একাদশ নিয়ে খেলেছে। তবে পাকিস্তানের কাছে হারের পর কন্ডিশন বিবেচনায় ওই ম্যাচে ইশ সোধির প্রয়োজনীয়তা অনুভব করেছেন তারা। প্রথমবারের মতো বিশ্বকাপের একাদশে পরিবর্তন এনেছে দলটি। ম্যাট হেনরির জায়গায় ইশ সোধি এবং ওপেনার কলিন মানরোকে বাদ দিয়ে হেনরি নিকোলসকে অন্তর্ভুক্ত করেছে দলটি। তবে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া।

প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা অস্ট্রেলিয়া। তাদের অর্জন ৭ ম্যাচে ১২ পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১১। মুখোমুখি লড়াইয়ে অবশ্য বেশ এগিয়ে অসিরা। মোট ১৩৬টি ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়ার জয় ৯০টি। নিউজিল্যান্ড জিতেছে ৩৯টি ম্যাচ। বাকী ৭টি পরিত্যক্ত। বিশ্বকাপেও এগিয়ে অসিরা। ১০ ম্যাচের মধ্যে ৭টিই জিতেছে তারা। ৩টি জয় নিউজিল্যান্ডের

অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, উসমান খাওয়াজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি , প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জেসন বেহরেনডর্ফ।

নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম ল্যাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, লোকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

 

 

Comments