কিছু প্রস্তাবে পরিবর্তন এনে সংসদে অর্থবিল পাস
পুঁজিবাজার ও ভ্যাটসহ বেশ কিছু প্রস্তাবের পরিবর্তন এনে জাতীয় সংসদে অর্থবিল ২০১৯ পাস হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুরোধে দেশের ইতিহাসে প্রথমবারের মতো শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে অর্থবিল উত্থাপন করেন।
অসুস্থতার কারণে অর্থবিলটি উত্থাপনে অপারগ হওয়ায় অর্থমন্ত্রী এ অনুরোধ করেন।
প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি অর্জন এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
“এই লক্ষ্য পূরণ এবং আমাদের নির্বাচনী ইশতেহার পূরণের এক কার্যকর মাধ্যম হবে আগামী ২০১৯-২০ অর্থবছরের জন্য পেশকৃত জনবান্ধব, উন্নয়নমুখী এই বাজেটটি,” যোগ করেন তিনি।
তিনি বলন, একটি সমৃদ্ধ অর্থনীতির জন্য প্রয়োজন বিকশিত একটি পুঁজিবাজার। এই বাজেটে পুঁজিবাজারের জন্য অনেক প্রণোদনা থাকছে। এই সব প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে পুঁজিবাজারের সম্প্রসারণ হবে। এভাবে পুঁজিবাজার তার কাঙ্ক্ষিত ভূমিকা পালনে সক্ষম হবে।
Comments