টস জিতে ব্যাটিং নিয়েছে ইংল্যান্ড
বিশ্বকাপের স্বাগতিক দেশ তারা। আসরে অন্যতম ফেবারিটও। শুরুটাও করেছে দুর্দান্ত। কিন্তু শেষদিকে এসে সেমি-ফাইনালের সমীকরণ কঠিন করে ফেলেছে ইংল্যান্ড। শেষ চার নিশ্চিত করতে হলে জিততেই হবে তাদের। অন্যদিকে সেমি-ফাইনালে এক পা দিয়ে রাখা ভারতের চাই আর একই পয়েন্ট। এমন ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ন মরগান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
গুরুত্বপূর্ণ এ ম্যাচে মাঠে নামার আগেই ভালো সংবাদ পেয়েছে ইংল্যান্ড। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার জেসন রয়। বাদ পড়েছেন জেমস ভিন্স। পরিবর্তন আছে আরও একটি। মইন আলির জায়গায় একজন পেসার অন্তর্ভুক্ত করেছে দলটি। একাদশে ফিরেছেন লিয়াম প্লাঙ্কেট।
পরিবর্তন আছে ভারতের একাদশেও। বিশ্বকাপের অভিষেকটা দুর্দান্ত হলেও পরে আর সে ধারা ধরে রাখতে পারেননি বিজয় শঙ্কর। তাই তাকে বদলে একাদশে তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাব পান্তকে এনেছে ভারত।
বাকি দলগুলো এরই মধ্যে সাত থেকে আটটি ম্যাচ খেলে ফেললেও ভারত খেলেছে মাত্র ছয়টি। পাঁচটি জয় ও একটি পরিত্যক্ত ম্যাচের কল্যাণে ১১ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছে দলটি। তাদের অবস্থান পয়েন্ট তালিকার দুইয়ে। ইংল্যান্ড রয়েছে পঞ্চম স্থানে। আগের দিন আফগানিস্তানের বিপক্ষে নাটকীয় জয়ে তাদের টপকে চারে উঠে আসে পাকিস্তান। সাত ম্যাচে চারটি জয়ে ইংলিশদের সংগ্রহ ৮ পয়েন্ট।
ভারত: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, রিশাব পান্ত, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।
ইংল্যান্ড: জনি বেয়ারস্টো, জেসন রয়, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, লিয়াম প্লাঙ্কেট ও মার্ক উড।
Comments