সহিংস উগ্রবাদ বিরোধী প্রতিবেদনের জন্য পুরস্কৃত হলেন দ্য ডেইলি স্টারের ২ জনসহ ৬ সাংবাদিক
দেশে সহিংস উগ্রবাদ প্রতিরোধে সেরা প্রতিবেদনের জন্য দ্য ডেইলি স্টারের দুই সাংবাদিককে পুরস্কৃত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
আজ (৩০ জুন) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সিটিটিসি আয়োজিত এক অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য মোট ছয়জনকে এই পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে শরিফুল ইসলাম (হেড অব ক্রাইম ডেস্ক, দ্য ডেইলি স্টার) ও মোহাম্মদ জামিল খান (স্টাফ রিপোর্টার, দ্য ডেইলি স্টার), শেখ সাবিহা আলম (জ্যেষ্ঠ প্রতিবেদক, দৈনিক প্রথম আলো); ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে খান মুহাম্মদ রুমেল (সিনিয়র রিপোর্টার, সময় টেলিভিশন), শামীমা সুলতানা লাবু (স্টাফ করেসপন্ডেন্ট, চ্যানেল ২৪) এবং অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে নুরুজ্জামান লাবু (সিনিয়র রিপোর্টার, বাংলা ট্রিবিউন)।
পুরস্কার হিসেবে তাদেরকে সম্মাননা স্মারক, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম এবং জুরি বোর্ডের তিন সদস্য বিজয়ীদের হাতে এ সব পুরস্কার সামগ্রী তুলে দেন।
Comments