ভারত-ইংল্যান্ড ম্যাচে নজর রেখে বাংলাদেশের অনুশীলন
বার্মিংহামের এজবাস্টনে যে মাঠে ভারত-ইংল্যান্ডের খেলা চলছে, তার ঠিক পাশেই অনুশীলন গ্রাউন্ডে পাঁচ দিনের বিরতি শেষে ব্যাট-বকের ঝালাই করতে নামে বাংলাদেশ। পুরোদমে টানা তিন ঘণ্টার নিবিড় অনুশীলনের সূচি। কিন্তু কেবল অনুশীলন নয়, বাংলাদেশকে নজর রাখতে হচ্ছে ভারত-ইংল্যান্ড ম্যাচের দিকেও। টুর্নামেন্টে টিকে থাকতে বাংলাদেশের চাওয়া যে ভারতের জয় কিংবা অন্যভাবে বললে ইংল্যান্ডের হার।
নিজেদের খেলা নয়। তবু আজকের এই ম্যাচ থেকেই বাংলাদেশ চাইছে একটি সুখবর। যার জ্বালানিতে পরের ম্যাচে নামার বারুদ মিলবে। দুপুর ১২টায় টিম হোটেল থেকে মাঠে যাওয়ার আগে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের কথাতেও এল এই ম্যাচের প্রসঙ্গ, ‘আমরা ইংল্যান্ডের ম্যাচে নজর রাখছি। এটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ। কি হবে আগাম কোন ধারণা করতে চাই না। কিন্তু আশা করছি আমাদের জন্য এটা বেশ ভাল ম্যাচ হবে। কারণ আমাদের আরও দুই খেলা আছে। ছেলেরা বড় কোন গর্ব আনতে চায়। যাই হবে আমরা পরের ম্যাচে আমাদের সেরা খেলেটা খেলতে চাই।’
আফগানিস্তানকে হারানোর পর ভারত ম্যাচের আগে লম্বা বিরতি বাংলাদেশ কাজে লাগিয়েছে বিশ্রাম হিসেবে। টানা খেলার ধকল কাটাতে ঘুরে বেড়িয়েছেন ক্রিকেটাররা। রোববার সতেজ হয়েই অনুশীলনে নেমেছে বাংলাদেশ। কিন্তু অনুশীলনে থেকেও পাশের মাঠের দিকেই থাকছে বেশি নজর , ‘ছেলেরা বিশ্রাম সেরে আজ অনুশীলনে ফিরেছে। সবাই ফুরফুরে মেজাজে আছে, উদ্দীপনার মধ্যেও আছে। আজ অনুশীলন আছে, যা করা যায় সবই করব। আমি নিশ্চিত সবারই নজর থাকবে ভারত-ইংল্যান্ড ম্যাচের দিকে। আমাদের যদিও এখানে কিছুই করার নাই। আমরা কেবল অনুশীলনই করব। হাতে আর দুটো ম্যাচ আছে। প্রথমে ভারত নিয়ে ভাবব। সেরা ফল নিয়ে যেতে পারলে দেখব লর্ডসে শেষ ম্যাচে কি করা যায়।’
Comments