উইকেট দেখে নতুন বল নিয়ে চিন্তা
মোহাম্মদ সাইফুদ্দিন বা মোস্তাফিজুর রহমানের কে নতুন বলে বেশি কার্যকর। ভারতের ম্যাচে পেস নাকি স্পিন দিয়ে শুরু করা হবে বোলিং। কৌশলগত এই চিন্তায় কোন পাকাপোক্ত সিদ্ধান্তে আসেনি বাংলাদেশ। চূড়ান্ত সিদ্ধান্তের আগে সবাইকে তৈরি রেখে এজবাস্টনের উইকেটের হাবভাব বুঝতে চান কোর্টনি ওয়ালশ।
আগের ম্যাচগুলোতে নতুন বলে কখনো স্পিন, কখনো পেস দিয়ে শুরু করতে দেখা গেছে বাংলাদেশকে। প্রতিপক্ষ, পরিস্থিতি আর উইকেট বুঝে বদলেছে নতুন বল ব্যবহারের কৌশল।
উপমহাদেশের দল ভারতের বিপক্ষে কোন তরিকায় এগুবে বাংলাদেশ। প্রতিপক্ষের শক্তি জানা থাকলেও এই সিদ্ধান্তের জন্য উইকেটের ভাষা আগে বুঝতে চান ওয়ালশ, ‘আমার মনে হয় এটা উইকেটের উপর নির্ভর করে। উইকেটের আচরণ বুঝে অনেক সময় নতুন বল খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। দেখা যাক বার্মিংহামের উইকেট কেমন হয়। যদি উইকেটে টার্ন থাকে তাহলে স্পিনারদের আগে আনতে হবে। আজকের ম্যাচে কেমন উইকেটে খেলা হয় দেখা যাক। আর অবশ্যই স্যুয়িং, মুভমেন্টের অবস্থা থাকলে নতুন বলে সিমারদের কাজে লাগাতে হবে। আসলে এটা নির্দিষ্ট দিনের উপর নির্ভর করছে ’
অধিনায়ক মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান আর মোহাম্মদ সাইফুদ্দিন- এই তিন পেসারকেই খেলিয়ে আসছে বাংলাদেশ। সাইফুদ্দিনের চোটে এক ম্যাচ খেলেছেন রুবেল হোসেন। ভারত ম্যাচে নতুন বলের জন্য এদের সবাইকেই তৈরি রাখার কথা জানালেন ওয়ালশ, ’আমরা সবাইকেই প্রস্তুত রাখি। কাজেই যে কেউ নতুন বলে বল করতে পারে। তিন পেসার নিয়ে খেলছি এখন। রুবেল আগে এক ম্যাচ খেলেছে। যে কেউ বল করার জন্য তৈরি। যদি বাতাসে স্যুয়িং করানোর অবস্থা তাকে তাহলে হয়ত সাইফুদ্দিন খানিকটা বেশি স্যুয়িং পাবে মোস্তাফিজ থেকে। ফিজও তৈরি আছে, ম্যাশও স্যুয়িং করাতে পারবে। কাজেই যথেষ্ট বিকল্প আছে।’
Comments