জুলাইয়ে নবম ওয়েজ বোর্ডের ঘোষণা দেওয়া হতে পারে: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জুলাইয়ে সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ডের ঘোষণা দেওয়া হতে পারে।
আজ (১ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়েজ বোর্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ওবায়দুল কাদের বলেন, “এটিকে ঝুলিয়ে রাখার কোনো যুক্তি নেই। কিছুদিনের মধ্যেই আমি ওয়েজ বোর্ডের ঘোষণা দিতে পারি।”
এসময় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জুলাইয়ে এই ঘোষণা দেওয়া সম্ভব।”
Comments