ডিআইজি মিজানকে পুলিশের হাতে তুলে দিলেন আদালত

dig mizan
মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সাময়িক বরখাস্তকৃত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন হাইকোর্ট।

এছাড়াও, গ্রেপ্তারের পর মিজানকে কারাগারে প্রেরণ করতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।

আজ (১ জুলাই) বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মিজানের জামিন আবেদন বাতিল করে তাকে গ্রেপ্তারের আদেশ দেন।

ডিআইজি মিজান তার কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশ বিভাগের ভাবমূর্তিকে পুরোপুরি বিনষ্ট করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিচারপতি ওবায়দুল হাসান।

উল্লেখ্য, গত ২৪ জুন তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এছাড়াও, গত ১৯ জুন আদালত এক আদেশে মিজানুর রহমানের স্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাবের লেনদেন বন্ধ করার নির্দেশ দেন।

এর আগে, নারী নির্যাতনের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া ডিআইজি মিজানুর রহমানের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছিলো দুদক। কিন্তু, সেই তদন্ত করতে গিয়ে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মিজানুর রহমান।

আরো পড়ুন:

দুদকের তলবে হাজির হননি ডিআইজি মিজান

Comments

The Daily Star  | English

Yunus inaugurates month-long programme on July uprising

The chief adviser said the annual observance aimed to prevent the reemergence of authoritarian rule in the country

32m ago